সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, বর্ষা মধ্যভাগে৷ বৃষ্টির জেরে রাস্তার অবস্থা বেশ সঙ্গীন৷ বেঙ্গালুরুর পরিস্থিতিও তথৈবচ! বর্ষার বৃষ্টিতে এদিক-ওদিক সরে যাচ্ছে ম্যানহোলের ঢাকা৷ তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে৷ সাধারণ মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন এক পুলিশকর্মী৷ বেঙ্গালুরুজুড়ে নিজের উদ্যোগে রাস্তার খোলা ম্যানহোলগুলি চিহ্নিত করে তা ঢেকে দিলেন তিনি৷ তাঁর এই কাজের ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷
বেঙ্গালুরুর রাস্তায় খোলা ম্যানহোল কোনও নতুন সমস্যা নয়৷ তার জেরে ব্যস্ত রাস্তায় ছোট-বড় দুর্ঘটনাও প্রায় লেগেই থাকে৷ স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয় ঠিকই৷ তবে তার ধারাবাহিকতা না থাকায় ভোগান্তির অন্ত নেই স্থানীয়দের৷ মানুষদের ভোগান্তি বেশ দুশ্চিন্তায় পড়েছেন গিরিশ নামে ওই পুলিশকর্মী৷ তার উপর আবার রাতে ডিউটির সময় তাঁর চোখে পড়ে, একটি শিশু খোলা ম্যানহোলের পাশ দিয়ে হাঁটছে৷ যে কোনও মুহূর্তে বিপদ হবে, একথা ভেবে আতঙ্কে শিউরে ওঠেন তিনি৷ তাই বিপদ এড়াতে যেখানে যত খোলা ম্যানহোল রয়েছে, তার মুখ ঢাকছেন ওই পুলিশ কনস্টেবল৷ নিজের পাথর টেনে টেনে খোলা গর্তের মুখ বন্ধ করছেন৷
দায়িত্ববান নাগরিকের কাজ ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটিজেনরা সকলেই ওই পুলিশকর্মীর দরাজ কণ্ঠে প্রশংসা করেছেন৷ আবার কেউ কেউ গিরিশের প্রশংসার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতার দিকটিও তুলে ধরেছেন৷তবে যে যাই বলুন না কেন, গিরিশ কিন্তু এসবে কান দিতে নারাজ৷ নাগরিক দায়িত্ব পালনে ম্যানহোল ঢাকার কাজ থেকে যে এত প্রশংসা কুড়োতে পারেন তিনি, তা যেন আশাই করেননি৷
18th cross, hsr 3rd sector ಮ್ಯಾನ್ ಹೋಲ್ ಮುಚ್ಚಳ ಬಾಯಿತೆರೆದು ಅಲ್ಲಿ ಹೋಗಿ ಬರುತಿದ್ದ ಜನರಿಗೆ ಅನಾನುಕೂಲ ವಾಗುತಿದ್ದು, ಗಸ್ತಿನಲ್ಲಿದ್ದ ಗಿರೀಶ್ ಅದನ್ನು ಮುಚ್ಚಿದ್ದು ಆ ಪೋಟೋ ವನ್ನು ನಾಗರೀಕರು ನನಗೆ ಕಳುಹಿಸಿ ನಿಮ್ಮ ಪೋಲಿಸ್ ರ ಕರ್ತವ್ಯಕ್ಕೆ ಅಭಿನಂದನೆಗಳು ಎಂದರು “ಶಹಬ್ಬಾಶ್ ಗಿರೀಶ್”@DCPSEBCP @BlrCityPolice pic.twitter.com/LPas3x2qAi
— HSR LAYOUT BCP (@hsrlayoutps) July 7, 2019
Good to know….There are still a few good men…
— Chowkidar Sharat (@sharkisharath) July 7, 2019
Do convey our deep appreciation for the commitment to society beyond the scope of his duties. May his tribe grow.
— B N S Ratnakar (@BNSRatnakar3) July 8, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.