Advertisement
Advertisement
Suchana Seth

ছেলেকে খুনের পর আত্মহত্যার চেষ্টাই ধরিয়ে দিল সূচনাকে, জানাচ্ছে পুলিশ

অভিযুক্ত মহিলাকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Bengaluru CEO tried to kill herself after murdering son। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 9, 2024 9:27 pm
  • Updated:January 9, 2024 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের একরত্তি সন্তানকে খুন,তার পর দেহ ব্যাগে পুরে পালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার মেয়ে সূচনা শেঠ। ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, খুনের (Murder) পর প্রাথমিক ভাবে আত্মহত্যাও করতে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত মত বদলে পালানোর চেষ্টা করেছিলেন সূচনা।

পুলিশ জানিয়েছে, বাঁ হাতের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সূচনা। কিন্তু পরক্ষণেই মত বদলান তিনি। ছেলের দেহ ব্যাগে ঢুকিয়ে একটি ক্যাব ধরে গোয়া থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু তাঁকে ধরিয়ে দেয় আত্মহত্যার চেষ্টাই! পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাঁর অ্যাপার্টমেন্ট থেকে রক্তমাখা তোয়ালে উদ্ধার হয়েছে। তাঁর কবজি থেকে ক্ষরিত রক্তই তোয়ালেতে লেগেছিল। আর তা দেখেই নড়েচড়ে বসে পুলিশ। শেষপর্যন্ত ক্যাবটির সন্ধান পেতেই চালককে থানায় গাড়ি আনতে বলা হয়। এর পরই গ্রেপ্তার করা হয় সূচনাকে।

Advertisement

[আরও পড়ুন: ভাইরাল গানে নেচে রিলস বানানো নিয়ে বচসা, স্বামীর গলা টিপে খুন করল স্ত্রী!]

৩৯ বছরের সূচনার লিঙ্কডিন প্রোফাইল দেখলে চমকে উঠতে হয়। কলকাতার মেয়ে সূচনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পদার্থবিদ্যায় স্নাতকোত্তর। সংস্কৃতেও স্নাতকোত্তর। পরীক্ষায় হয়েছিলেন প্রথম। রাশিবিজ্ঞানী (Data Scientist) হিসেবে অভিজ্ঞতা ১২ বছরের। ২০২০ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘দ্য মাইন্ডফুল এআই ল্যাব’ নামের এক সংস্থা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্বামীর সঙ্গে বচসাই রয়েছে এই খুনের পিছনে। বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে নিজের হেফাজতেই পেয়েছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে সপ্তাহে একদিন দেখা করার সুযোগ পান তাঁর স্বামী। আর এখান থেকেই শুরু হয় আতঙ্ক।

তদন্তকারীরা মনে করছেন, ছেলেকে নিজের কাছে রাখার চেষ্টা করতে পারেন ভেঙ্কট, এই আতঙ্ক কাজ করছিল সূচনার মনে। আর ছেলের প্রতি প্রবল অধিকারবোধ থেকেই সম্ভবত তিনি খুন করেছেন পুত্রসন্তানকে, এমনটাই ধারণা করা হচ্ছে। কিন্তু পুলিশ এখনই এই তত্ত্বকে চূড়ান্ত মানতে নারাজ। আপাতত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও দিক উঠে আসে কিনা সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: আসানসোলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার RSS কর্মী, থানায় গিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement