সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদন্ত তিনি। চার হাত সম্পন্ন বিশাল বপু। গজের ন্যায় মুখমণ্ডল। সর্বাগ্রে পূজ্য। বিঘ্ননাশক শিব-পার্বতী পুত্র গণেশ (Ganesh)। বছরের এই সময়ে প্রতিবারই গণপতির আরাধনায় মাতেন দেশবাসী। বিশেষ করে মহারাষ্ট্র। বিশাল মূর্তি, সাজানো প্যান্ডেলে ‘গণপতি বাপ্পা’কে স্বাগত জানানো হয়। তবে এবারে পরিস্থিতি ভিন্ন। করোনা নামের বিশাল বিপত্তিতে মানুষের প্রাণ জেরবার। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মুক্ত পরিবেশে বাইরে বেরোনো কাকে বলে তা প্রায় ভুলতে বসেছেন সারা বিশ্বের মানুষ। এমন পরিস্থিতিতে নিরন্তর মানুষের সেবা করেছেন চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সম্মান জানিয়েই গণেশ মূর্তি তৈরি করেছেন বেঙ্গালুরুর (Bengaluru) শিল্পী শ্রীধর।
বেশ কয়েকটি মূর্তি তৈরি করেছেন শ্রীধর। একটি মূর্তিতে চিকিৎসকের বেশে করোনা রোগীর সেবায় ব্রতী বিঘ্নহর্তা। পাশে তাঁর বাহন ইঁদুর ধরে রয়েছে চিকিৎসার সামগ্রী। আরেকটি মূর্তিতে হাত উঁচিয়ে করোনাসুরকে বধ করছেন গণেশ। তাঁর চারপাশে করোনা যোদ্ধা হিসেবে বন্দুক হাতে রয়েছে ইঁদুররা। তৃতীয় ছবিতে বাহন ইঁদুরের সঙ্গে করোনা রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন গণপতি।
Karnataka: Idols of Lord Ganesh in Bengaluru have been given looks of doctors ahead of Ganesh Chaturthi, amid #COVID19. Shridhar, an idol maker says, “We are facing COVID. We have to tell people to pray to Lord Ganesh for the betterment of the situation throughout the world.” pic.twitter.com/sJ5TErv3jL
— ANI (@ANI) August 2, 2020
এভাবেই বিভিন্ন রূপে গণেশকে সাজিয়ে তুলেছেন শ্রীধর। তাঁর কথায়, “করোনা সংকটের জেরে পীড়িত আমরা। সারা বিশ্বের মানুষের কাছে প্রচার করতে হবে। যাতে সকলে পরিস্থিতি ভাল হওয়ার জন্য গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন।”
২২ তারিখ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। বিঘ্নহর্তাকে ঘরে এনে পুজো করবেন ভক্তরা। তারপর ১১ দিন তাঁকে বিদায় জানানোর পালা। প্রতিবার গণেশ বিসর্জনে আরব সাগরের তীরে মানুষের ভিড় জমে যায়। এবারে সেই সম্ভাবনা খুবই কম। অনেক বিধিনিষেধ মেনেই এবার গণেশের আরাধনায় মেতেছেন সাধারণ মানুষ এবং তারকারা। মুখে মাস্ক পরে গণপতি বাপ্পাকে ঘরে নিয়ে এসেছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.