Advertisement
Advertisement

Breaking News

Bilkis Dadi

উলটো সুর! প্রভাবশালীদের তালিকায় স্থান পাওয়ার পর মোদিকে ‘পুত্রসম’ বললেন ‘শাহিনবাগের দাদি’

সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের মধ্যে স্থান পেয়েছেন শাহিনবাগের বিলকিস দাদি।

Bengali News: ‘PM Modi is my son’: says Shaheen Bagh’s ‘Dadi’ named in TIME’s most influential people | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 25, 2020 2:10 pm
  • Updated:September 25, 2020 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘শাহিনবাগের দাদি’। এই নামেই ৮২ বছরের বিলকিস বেগমকে (Bilkis Begam) সকলে চেনেন। টাইম ম্যাগাজিনে (Time Magazine) প্রকাশিত ২০২০ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন CAA বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা এই বৃ্দ্ধা। এই স্বীকৃতিতে দারুণ খুশি তিনি। সংবাদ সংস্থা এএনআইকে জানাচ্ছেন, ‘‘আমি অত্যন্ত খুশি এমন সম্মান পেয়ে। যদিও এমন কিছুই আমি প্রত্যাশা করিনি।’’

তাঁরই সঙ্গে এই তালিকাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। বিলকিস শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ‘‘আমি কোরান শরিফ পড়েছি। স্কুলে যাইনি। কিন্তু আজ আমি খুশি ও আনন্দিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই এই তালিকায় স্থান পাওয়ার জন্য। উনিও আমার এক ছেলে। আমি ওঁকে জন্ম দিইনি তাতে কী হয়েছে। আমার কোনও বোন জন্ম দিয়েছে। আমি ওঁর দীর্ঘ জীবন ও খুশির জন্য প্রার্থনা করি।’’

Advertisement

[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে রাতভর গুলির লড়াই, খতম ২ লস্কর জঙ্গি]

এগারো বছর আগে স্বামীকে হারিয়েছেন বিলকিস। বর্তমানে শাহিনবাগে নাতি-নাতনিদের সঙ্গে থাকেন তিনি। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই নিয়েও সচেতন অশীতিপর বৃদ্ধা। জানাচ্ছেন, ‘‘আমাদের প্রথম লড়াই করোনা ভাইরাসের সঙ্গে। এই অসুখ পৃথিবী থেকে নির্মূল হয়ে যাক।’’

টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়ার খবরে বিলকিস দাদির পরিবারও আনন্দিত। তাঁর সাফল্যে গর্ব অনুভব করছেন তাঁরাও। প্রসঙ্গত, তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ওই তালিকায় ভারতের আয়ুষ্মান খুরানা, সুন্দর পিচাইয়ের মতো বিখ্যাত মানুষদের নামও রয়েছে।

[আরও পড়ুন: রেকর্ড পরীক্ষার দিনও কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে মোট আক্রান্ত পেরল ৫৮ লক্ষ]

এছাড়াও গত বছর লন্ডনে এক রোগীকে এইচআইভি থেকে সুস্থ করার জন্য বায়োলজিস্ট প্রফেসর রবীন্দ্র গুপ্তাকেও এই তালিকায় রাখা হয়েছে। এবারের তালিকার সবথেকে বড় বিস্ময় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপরে স্থান পেয়েছেন চিন‌ের প্রেসিডেন্ট শি জিনপিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement