Advertisement
Advertisement
Minor Raped

পরচুল পরে ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ, নাবালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ ৪ সন্তানের বাবার

নাবালিকার সঙ্গে বন্ধুত্ব করতে ফেসবুকে হিন্দু নামে প্রোফাইল বানায় ওই মুসলিম যুবক।

Bengali news of Uttar Pradesh Incident: Meerut man conceal identity rapes minor girl | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 17, 2020 10:19 am
  • Updated:September 17, 2020 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরচুল পরে ফেসবুক বন্ধুত্বের ফাঁদে ফাঁসিয়ে নাবালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ করল ৪২ বছরের যুবক। পুলিশের জেরার মুখে স্বীকার করেছে নিজের অপরাধ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মীরাট (Meerut) শহরে। নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ।  

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরের যুবকের নাম আবদুল্লা। ইতিমধ্যেই তিনবার বিয়ে করে ফেলেছে সে। তিন স্ত্রীর সঙ্গেই সংসার করত। চার সন্তানও রয়েছে তার। পুলিশের জেরার মুখে অবদুল্লা জানিয়েছে, নাবালিকাকে দেখে পছন্দ হয়েছিল তার। সে হিন্দু বলে অমন নামে ফেসবুকে (Facebook) একটি প্রোফাইল খুলেছিল। সেই নামেই নাবালিকার সঙ্গে আলাপ জমায়। বয়স কমানোর জন্য পরচুল পরে ছবি তোলে। সেই ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে। বন্ধুত্বের খাতিরে গত ৩ সেপ্টেম্বর নাবালিকাকে দেখা করার কথা বলে। একটি স্থানে আসতে বলে। সেই মতো নাবালিকা সেখানে যায়। তখনই তাকে অপহরণ করে। স্থানীয় কঙ্করখেদা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে রাখে। সেখানে লাগাতার ধর্ষণ করে নাবালিকাকে।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গিদমনে বড় সাফল্য সেনার, শ্রীনগরে গুলির লড়াইয়ে নিকেশ তিন জেহাদি]

এদিকে নাবালিকা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে তার পরিবার। মীরাট থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়। নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ফেসবুক চ্যাটের সূত্র ধরেই নাবালিকার সন্ধান মেলে। ঘটনাস্থলে গিয়ে বুধবার নাবালিকাকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষাও করানো হবে। তার আগেই অবশ্য পুলিশের জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে আবদুল্লা। তার দাবি, নাবালিকাকে বিয়ে করতে চেয়েছিল সে। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে। ভেবেছিল চাপে পড়ে নাবালিকা তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অপহরণের পাশাপাশি পকসো (POCSO) আইনের ভিত্তিতেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: সেনার মনোবল ভাঙতে পাঞ্জাবি গান, হিন্দিতে প্ররোচনামূলক ভাষণ! সীমান্তে নয়া কৌশল চিনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement