সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে শিল্প প্রতিষ্ঠানগুলি (Firms) নিজের মর্জির মালিক! সরকারি অনুমতি (Government Permission) ছাড়াই কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারবে। লোকসভায় (Lok Sabha) পেশ করা বিলে এমনই প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। তবে যে সব সংস্থায় ন্যূনতম ৩০০ কর্মী রয়েছেন, তাঁরাই এই আইনের আওতায় আসবে। এই আইন কার্যকরী হলে শ্রমিকদের কাজ হারানোর পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে যে শিল্প প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা একশোর কম তাঁরা অনুমতি ছাড়াই নিয়োগ করতে পারে। আবার সরকারকে না জানিয়েই ছাঁটাই (Lay Off) করতে পারে। এবার এই নিয়মের পরিধি বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। শনিবার লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল ২০২০’ পেশ করেন। তাতেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। নয়া বিলের ধারা ৭৭ (১) অনুযায়ী, যে শিল্প প্রতিষ্ঠানের (মরশুমকালীন নয় বা যেখানে মাঝে মধ্যে কাজ হয়, সেই প্রতিষ্ঠান নয়) ন্যূনতম কর্মী সংখ্যা ৩০০ বা তার বেশি, যে সংস্থায় কর্মীরা পূর্ববর্তী ১২ মাসে দৈনিক গড় কর্মদিবসের ভিত্তিতে কাজ করছেন, সেই সংস্থাগুলিতে ছাঁটাই এবং বন্ধ হয়ে যাওয়ার অংশটি কার্যকর হবে।
প্রসঙ্গত, গত বছর লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল। পরে তা শ্রম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের বিরোধিতার মুখে নিয়মটি ২০১৯ সালের বিলে রাখা হয়নি। চলতি বছরের গোড়ার দিকে আবার সরকারের অনুমতি ছাড়াই ৩০০-র কম সংখ্যক কর্মী বিশিষ্ট সংস্থাগুলির খরচ কমানোর জন্য ছাঁটাই বা সংস্থা বন্ধের অনুমতি দিয়েছিল সংসদীয় কমিটি। তবে বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। এদিন টুইট করে বিলের নিন্দা করেন বাম নেতা সুজন চক্রবর্তী।
ভয়ংকর সর্বনাশা কৃষি বিল এনেছে কেন্দ্রীয় সরকার।
দেশজুড়ে প্রতিবাদে কৃষক সমাজ।।এবার শ্রমিকের অধিকার কেড়ে নেবার প্রচেষ্টায় সর্বনাশা বিল।
কিছুতেই মানবেনা মানুষ।
জ্বালিয়ে দেবে।।কার আচ্ছে দিন, মোদীজি?
আদানি, আম্বানি দের দালালি চলবেনা।।
মানুষ রাস্তায় আছড়ে পড়বেই।। pic.twitter.com/0QxSno88q7— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) September 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.