Advertisement
Advertisement

গুজরাটের পর এবার উত্তরপ্রদেশ, দেশ-বিদেশে চুটিয়ে ব্যবসা বাঙালি শিল্পপতির

বিপুল কর্মসংস্থানেরও সুযোগ উত্তরপ্রদেশে।

Bengali Businessman invests in Uttar Pradesh to create 30K jobs | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 2, 2023 9:10 am
  • Updated:February 2, 2023 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে বাঙালি শিল্প বোঝে না! দেশ-বিদেশে চুটিয়ে ব্যবসা করছেন এক বাঙালি শিল্পপতি। যোগীরাজ্যে বিনিয়োগ করছেন বাঙালি ব্যবসায়ী। উত্তরপ্রদেশে ঢালাও বিনিয়োগের ঘোষণা করলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ‌্যায়। তালিকায় রয়েছে লজিস্টিক্স পার্ক থেকে আইটি-সিটি। ফলে বিপুল কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন শিল্পপতি। আর সেখানেই ঘোষণা করেছেন এই কর্মযজ্ঞের। সিঙ্গাপুরের ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস-এর চেয়ারম‌্যান, প্রসূনবাবু জানিয়েছেন, যোগীরাজ্যে তিনি গ্রেড-এ স্তরের একটি লজিস্টিক্স পার্ক তৈরি করবেন। ৫০ একর জমির উপর সেটি গড়ে উঠবে। আরও রয়েছে একটি অত‌্যাধুনিক আইটি-সিটি, যা গড়ে উঠবে ১০০ একর জমির উপর। এই দুই প্রকল্প মিলিয়ে অন্তত ৩০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শুধু আবাসন নয়, রাজ্যের আইনের আওতায় ছোট ফ্ল্যাটও! নিয়ম ভাঙলে হাজতবাস প্রোমোটারের]

প্রসূন মুখোপাধ‌্যায় বাংলার বাইরে একাধিক রাজ্যে লগ্নি করেছেন। তাঁর বিপুল বিনিয়োগ রয়েছে গুজরাটেও। সিঙ্গাপুর-ভিত্তিক প্রসূনবাবুর সংস্থা এখন অন‌্যান‌্য দেশেও লগ্নি করে চলেছে। সম্প্রতি সিঙ্গাপুরের বণিক সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে তিনি উজবেকিস্তানে যান। সেখানে প্রসূনবাবুর সংস্থা একটি পাঁচতারা হোটেল তৈরি করছে। হোটেল, রেস্তোরাঁ, লজিস্টিক্স হাব, আইটি-সিটি ইত‌্যাদি ক্ষেত্রে ইন্দোনেশিয়াতেও তাঁর লগ্নি আছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের নয়ডা বর্তমানে শিল্পের হাব। একাধিক শিল্প গড়ে উঠছে ওই এলাকায়। করোনা কালেই স্যা্মসং তাঁদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা চিন (China) থেকে সরিয়ে আনতে আগ্রহ প্রকাশ করেছিল। নয়ডায় (Noida) সেই ইউনিট চালু করার কথা ওই সংস্থা। তারা সেই রাজ্যে প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ (Invest) করবে বলে খবর। এর ফলে সে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে বলে আশা। সে কথা মাথায় রেখেই এই বিদেশি সংস্থাকে বিশেষ সুযোগ-সুবিধা দিতে চলেছে যোগী সরকার।

[আরও পড়ুন: প্রয়াত একটাকার চিকিৎসক, ‘গরিবের ভগবান’ ডাক্তারবাবুকে হারিয়ে শোকাহত তমলুকবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement