Advertisement
Advertisement
Supreme Court

আসানসোল দুর্ঘটনা: শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহারের আরজি রাজ্যের, খারিজ করল সুপ্রিম কোর্ট

হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের নির্দেশ শীর্ষ আদালতের।

Bengal govt appeals Supreme Court suit against Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2022 2:03 pm
  • Updated:December 15, 2022 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোলে (Asansol) শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য সরকার। তবে সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। বিচারপতিদের পরামর্শ, শীর্ষ আদালতে নয়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হোক পশ্চিমবঙ্গ সরকার। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, আশা করি জাস্টিস মান্থা এই ধরনের রায় নিয়ে রিভিউ করবেন।

বুধবার আসানসোল (Asansol)কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে খুবই স্বল্প পরিসরে ‘শিবচর্চা’ নামে কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী কাউন্সিলর চৈতালি তিওয়ারি। শুভেন্দু ভাষণ শেষ করে প্রতীকী কম্বল বিতরণ করে চলে যাওয়ার পরই চরম বিশৃঙ্খলা শুরু হয়। সভায় কম্বল দেওয়ার কথা ছিল ৫ হাজার। খোলা হয় ৫টি কাউন্টার। কিন্তু সেখানে ভিড় নিয়ন্ত্রণ ও শীতবস্ত্র নিতে আসা হাজার হাজার মানুষের শৃঙ্খলা রাখতে কোনও নিরাপত্তার ব‌্যবস্থা ছিল না। চরম বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে দুই মহিলা ও এক কিশোরী-সহ তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউড়ি (৫১) কাল্লা, চাঁদমণি দেবী (৫০) ও প্রীতি সিং (১৩) আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা। আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভরতি আরও সাতজন।

[আরও পড়ুন: গ্র্যাজুয়েশনের সময়সীমা নিয়ে বড় ঘোষণা, কী বলছে UGC?]

এর আগে শুভেন্দু অধিকারীকে আইনি রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি মান্থার বেঞ্চ। তা নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মান্থাকে নজিরবিহীন তোপ দেগেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ”মান্থার তো জানা উচিত শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর আছে। তাহলে সেখান থেকে আপনি বাঁচাবেন শুভেন্দুকে? সুপ্রিম কোর্টে এনিয়ে বলা হয়েছে। তারা বলেছে, হাই কোর্টে প্রধান বিচারপতির কাছে যেতে। এটা রিভিউ করার জন্য একটা বেঞ্চ গঠন করতে বলেছেন। আমরা আশা করি, জাস্টিস মান্থা এই ধরনের রায় নিয়ে রিভিউ করবেন।”

[আরও পড়ুন: আসানসোল দুর্ঘটনা: ‘২১ তারিখ আবার কী ঘটবে?’, ডিসেম্বর তত্ত্ব নিয়ে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement