নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদ মানেই গুরুগম্ভীর আলোচনা। জনতার রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে কাজ বেশ ভারী ভারী। আইন সংস্কারে নানা বিষয় নিয়ে আলোচনা, প্রস্তাব পেশ, বিল পাশ, সংশোধন, তেমন বিষয় হলে বিতর্ক, প্রতিবাদ – এসবেই দিনভর গমগম করে সংসদ ভবন (Parliament House)। কিন্তু শুধু কি তাই? দিল্লিতে সংসদ ভবন কিন্তু একটা রীতিমত দর্শনীয় স্থান। আমজনতা বাইরে থেকে দেখেই সাধ মেটান। কিন্তু সাংসদদের পরিবার এক্ষেত্রে ভাগ্যবান। গোটা ভবনটাই ভিতর থেকে দেখার সুযোগ পান। আর সেখানে মঙ্গলবার পরিবারকে নিয়ে গেলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। সুকান্তর ছোট্ট মেয়েকে উপহারও দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
এই মুহূর্তে সংসদে বাদল অধিবেশন চলছে। সেই উপলক্ষে দিল্লিতে রয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকের পর স্ত্রী ও দুই মেয়েকে সংসদ ভবন দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরেও যান। দুই মেয়ে সৃজা ও শ্রীময়ীর সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। তাঁর টেবিলে রাখা ছোট্ট জাতীয় পতাকা (National Flag) নিয়ে কৌতূহলী হয়ে পড়ে ৫ বছরের শ্রীময়ী। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথাবার্তাও হয়। জাতীয় পতাকা নিয়ে ছোট্ট মেয়ের কথাবার্তা শুনে মোদি খুশি হয়ে সেই পতাকাটি শ্রীময়ীকে দিয়ে দেন। তা পেয়ে ভারী খুশি সে।
সেখান থেকে বেরিয়ে ছবিও তোলেন সপরিবার সুকান্ত মজুমদার। তাতেই বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দেখা পেয়ে তাঁরা ভারী খুশি। গোলাপি ফ্রকের শ্রীময়ী মশগুল সেই পতাকা নিয়েই। এই প্রথমবার সুকান্ত মজুমদারের পরিবার এভাবে সংসদ ভবন ঘুরে দেখলেন। এর আগে সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) মাকে নিয়ে গিয়ে সংসদ ভবন ঘুরিয়েছিলেন। সাংসদদের এই সুযোগ আছেই। তবে এবার সপরিবার সুকান্ত মজুমদারের ভ্রমণ সকলের নজর টানল দুই কন্যা সৃজা, শ্রীময়ীর জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.