সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিক্ষা করাটি কি অপরাধ? নাকি ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের মতো এটাও একটা পেশা? এই দিয়ে নানা মহলে বিতর্ক থাকলেও দেশের কয়েক লক্ষ ভিখারির অধিকার ফিরিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের৷ আজ, বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট সাফ জানিয়ে দেয়, দিল্লিতে ভিক্ষা করা আর অপরাধ নয়৷ নিজেদের পেটের টানেই তাঁরা ভিক্ষা করেন৷ তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন৷
দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সিএইচ শংকরের বেঞ্চে এদিন সাফ জনিয়ে দেন, ভিক্ষুকদের নির্মূল করা বা ভিক্ষুকদের উচ্ছেদ করা মানবাধিকার বিরোধী কাজ৷ ভিখারি উচ্ছেদ অভিযান করা মানেই তাঁদের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার পথ খুলে দেওয়া৷ ফলে, সমস্যার মূলে থাকা দরিদ্রতা ও বেকারত্ব সমস্যা না মেটানো পর্যন্ত ভিখারি সমস্যা নির্মূল করা যাবে না৷ আর তা না হলে সমস্যা আরও বাড়বে বলেই জানান প্রধান বিচারপতি৷
এদিন বিচারপতিরা বলেন, ‘‘এই সমস্যার মূলে রয়েছে দারিদ্রতা৷ অর্থনৈতিক পরিকাঠামো, শিক্ষা, সামাজিক সুরক্ষা, বর্ণ, জাতিগত সমস্যা, শারীরিক ও মানসিক ভাবে অক্ষম হয়ে তাঁরা সমাজের সঙ্গে বিচ্ছিন্ন৷ ফলে, এই বৈষম্যের কারণে দেশে বাড়ছে ভিখারি সমস্যা৷’’ বম্বে প্রিভেনশন অব বেগার আইনের ১১ ও ৩০ নম্বর ধারা তুলে ধরে রাজধানীর কয়েক লক্ষ ভিখারির আইনি সুরক্ষার কথাও উল্লেখ করে আদালত৷ রাজধানী দিল্লি থেকে ভিক্ষা উচ্ছেদ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন আদালত৷
যদিও, সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, দেশে দ্বিগুণ হারে বাড়ছে ভিখারিদের সংখ্যা৷ পরিসংখ্যান উল্লেখ করে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচারমন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট লোকসভায় লিখিতভাবে জানান, ভারতে ২০১১ সালের সুমারি অনুযায়ী ভিক্ষাজীবী ও ভবঘুরের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন। এর মধ্যে ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ জন পুরুষ। ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা। সবচেয়ে বেশি ভিক্ষুকের বাস পশ্চিমবঙ্গে৷ ৮১হাজার ২৪৪ জন এই রাজ্যে ভিক্ষা করে উপার্জন করেন৷ এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ০৮৬ জন ও নারী ভিক্ষুক ৪৮ হাজার ১৫৮ জন৷ ভিক্ষুকের সংখ্যায় ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ৷ সেখানে রয়েছে ৬৫ হাজার ভিক্ষুক৷ তৃতীয় স্থানে রয়েছে বিহার৷ বিহারে ভিক্ষা করেন ২৯ হাজার ভিক্ষুক৷ ভারতে সবচেয়ে কম ভিক্ষুকের বাস কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে-মাত্র দু’জন৷ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভিক্ষুকের বাস রাজধানী দিল্লিতে৷ রাজধানীতে রয়েছে ২ হাজার ১৬৭ জন ভিক্ষুক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.