Advertisement
Advertisement

Breaking News

‘ভগবান রাম’কে রুপোর মুকুট উপহার রাস্তার ভিখারির

মুকটের দাম প্রায় দেড় লক্ষ টাকা৷

Beggar donates silver crown to Lord Ram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 7:11 pm
  • Updated:December 27, 2016 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাল নেই, চুলোও নেই৷ নেই কোনও ঘর৷ শুধু মন্দিরের পাশের রাস্তায় কোনওভাবে পড়ে থাকা৷ আসতে-যেতে দর্শনার্থীরা দয়া করে যেটুকু ভিক্ষা দেন তাতেই চলে পেট৷ যা বাকি রয়ে যায়৷ পড়ে থাকত জমার খাতায়৷ সেই জমা পুঁজিই ঈশ্বরকে রুপোর মুকুট অর্পণ করলেন বিজয়ওয়াড়ার ভিক্ষুক ইয়াদি রেড্ডি৷ যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷

৭৫ বছরের ইয়াদি রেড্ডি বিজওয়াড়ার নালগোন্ডার বাসিন্দা৷ ৪৫ বছর রিকশা চালিয়ে জীবনযাপন করেছেন৷ তারপর বয়সের সঙ্গে সঙ্গে অশক্ত হয়ে পড়ে শরীর৷ তিনকুলে এমন কেউ নেই যে তাঁর খেয়াল রাখবে৷ অগত্যা ভিক্ষাবৃত্তিকেই শেষ জীবনের পেশা হিসেবে বেছে নেন ইয়াদি রেড্ডি৷

Advertisement

রিকশা চালিয়ে যা রোজগার করতেন, তার থেকে অনেক বেশি টাকা ভিক্ষাবৃত্তিতে পান তিনি৷ তবে ইয়াদি রেড্ডির বিশ্বাস, শেষ জীবনে যা পেয়েছেন সবই তাঁর ‘ভগবান রামে’র কৃপা৷ তাই এই ছোট্ট উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি৷ এই প্রথম নয়, এর আগেও স্থানীয় সাঁইবাবার মন্দিরে এভাবেই রুপোর মুকুট দিয়েছিলেন তিনি৷

(ছবি– প্রতীকী)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement