Advertisement
Advertisement

NRC চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে বাঙালিরা, থমথমে বরাক উপত্যকা

উত্তেজনার আশঙ্কার কেবল বরাক উপত্যকাতেই মোতায়েন হয়েছে ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী৷

Before publishing NRC final list security tighten in assams barak vally
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2019 9:43 am
  • Updated:August 31, 2019 12:54 pm

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে এনআরসির চূড়ান্ত তালিকা, আর তার আগে থমথমে গোটা অসম৷ বিশেষ করে উত্তেজনার পারদ আঁচ করা যাচ্ছে বরাক উপত্যকায়৷ সূত্রের খবর, শুধু বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকাতেই এনআরসির খসড়া তালিকা থেকে বাদ পড়েছে চার লক্ষ মানুষের নাম৷ যাঁদের মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি৷ ফলে এবারের চূড়ান্ত তালিকায় কতজনের নাম বাদ পড়বে, সেই আশঙ্কায় সময় কাটাচ্ছেন সেখানকার মানুষ৷

[ আরও পড়ুন: বাদ যাচ্ছে বেশিরভাগ হিন্দু বাঙালির নাম! NRC ইস্যুতে অন্তর্কলহের আশঙ্কায় অসম বিজেপি]

Advertisement

শনিবার সকাল ১০টায় এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর, এই অংশে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করেছে প্রশাসন৷ সেজন্য ইতিমধ্যে অতিরিক্ত ১৫ কোম্পানি আধা সামরিক মোতায়েন করা হয়েছে বরাক উপত্যকায়৷ রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং৷ সোশ্যাল মিডিয়ার উপরেও নজরদারি চালাচ্ছে প্রশাসন৷ অসম পুলিশের ডিজিপি কুলধর শৈকিয়া বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার উপরেও আমরা নজরদারি চালাচ্ছি৷ কেউ গুজব ছড়ালে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন৷’’ জানা গিয়েছে, অশান্তি এড়াতে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা৷ অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে অসমের ১৪টা জেলার স্পর্শকাতর এলাকায় জারি হয়েছে কারফিউ৷ নিরাপত্তা মজবুত করা হয়েছে, গুয়াহাটি, কামরূপ (রুরাল), নগাঁও, ধুবরি, গরপেটা, ডিব্রুগড়, তিনসুকিয়া, কারবি আংলাংয়ের মতো জেলাগুলিতে৷

[ আরও পড়ুন: নাগরিকত্ব পরীক্ষার ফলাফল, এনআরসিতে নাম না থাকলে ফের দীর্ঘ পথ পরিক্রমা ]

জানা গিয়েছে, এনআরসির খসড়া তালিকায় বরাক উপত্যকার তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে বাদ গিয়েছে প্রায় চার লক্ষ মানুষের নাম৷ এর মধ্যে কেবল কাছাড় জেলাতেই বাদ গিয়েছে ২ লক্ষ ২৮ হাজার মানুষের নাম৷ বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহর থেকে বাদ গিয়েছে ১ লক্ষ লোকের নাম৷ ফলে উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন বরাক উপত্যকায় বাসিন্দারা৷ স্থানীয় সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় সাধারণ মানুষের নাম যাচাইয়ের জন্য বরাক উপত্যকায় খোলা হয়েছে ২০৭টি এনআরসি সেবা কেন্দ্র (এনএসকে)৷ সকাল ১০টার পর সেখানেই নাম যাচাই করতে পারবে সাধারণ মানুষ৷

অন্যদিকে কেবল সাধারণ মানুষ নয়, এই চূড়ান্ত এনআরসি তালিকার দিকে তাকিয়ে রয়েছে অসমের শাসকদল বিজেপিও৷ জানা গিয়েছে, কেবল বরাক উপক্যতাতেই রয়েছে ১৫টা বিধানসভা আসন৷ একটা সময় এর মধ্যে ১৩টা আসনই ছিল কংগ্রেসের ঝুলিতে৷ কিন্তু গত বিধানসভায় এর অধিকাংশ আসনই দখল করে বিজেপি৷ যার একমাত্র কারণ ছিল হিন্দু বাঙালি ভোট৷ তবে, এই এনআরসি তালিকা থেকে হিন্দু বাঙালিদের নাম বাদ পড়লে, বরাক উপত্যকায় বিজেপির ভোটব্যাংকে ধস নামতে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির৷

[ আরও পড়ুন: দেশের অর্থনীতিতে অশনি সংকেত, চলতি ত্রৈমাসিকে রেকর্ড পতন জিডিপি-র ]

জানা গিয়েছে, চূড়ান্ত খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, গতকাল, অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাদের নথিপত্র যাচাই করা হয়েছে৷ ফলে প্রশ্ন উঠছে, গতকাল পর্যন্ত যদি নথিই যাচাই হয়, তবে আজ অর্থাৎ শনিবার নাম কীভাবে তাঁদের নাম আসবে৷ যদিও সরকারের তরফে জানা হয়েছে, ৫ জুলাইয়ের পর আর যাদের নথিপত্র যাচাইয়ের নোটিস পাঠান হয়নি, তাদের নাম এনআরসি তালিকায় জায়গা পাবে৷ প্রশাসন আশ্বাসের বাণী শোনালেও, মন নামছে না বরাক উপত্যকাবাসীর৷ ঘরছাড়া হওয়ার আশঙ্কা তাড়িয়ে বাড়াচ্ছে তাঁদের৷ পাশাপাশি, রয়েছে অন্য রাজ্যে হেনস্থার শিকার হওয়ার ভয়ও৷ শুক্রবার রাতের তুমুল বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গুয়াহাটি৷ শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের৷ একই সঙ্গে আশঙ্কার কালো মেঘ রয়েছে স্থানীয়দের মুখেও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement