Advertisement
Advertisement

জানেন, নোট বাতিলের এত বড় সিদ্ধান্ত কীভাবে গোপন রাখলেন মোদি?

বাতিল হবে ৫০০ ও ১০০০ টাকার নোট, জানতেন না অনেক মন্ত্রীই৷

Before Cabinet meeting PM Narendra Modi asks ministers not to bring phones; Know why
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 6:59 pm
  • Updated:November 10, 2016 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর এক মোক্ষম ঘোষণার পরেই দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার পুরনো সমস্ত নোট স্রেফ কাগজের বান্ডিলে পরিণত হয়েছে৷ দেশে কালো টাকার রমরমা রুখতে ও জঙ্গি দমনে প্রধানমন্ত্রীর এই মহা গুরুত্বপূর্ণ ঘোষণার কথা কিন্তু জানতেন তাঁর ঘনিষ্ঠরা ও হাতে গোনা কয়েকজন৷ এমনকী, মন্ত্রিসভার অনেক সদস্যই নাকি এই নতুন ঘোষণার আগাম খবর জানতেন না৷ মোদি যখন টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, তখন বৈঠক কক্ষে বসেই অনেকে সেই ঘোষণা শুনেছেন! সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে সুকৌশলে এই খবর চেপে রাখা হয়েছিল, যাতে মন্ত্রিসভার কোনও সদস্যের ঘনিষ্ঠরা আগেভাগে কালো টাকা সরিয়ে রাখতে না পারেন৷ দেশের সুরক্ষার স্বার্থে মোদি যে দলীয় সদস্যদেরও রেয়াত করবেন না, তাঁর এই পদক্ষেপেই সে ইঙ্গিত স্পষ্ট৷

৫০০ ও ১০০০ টাকার পুরনো সমস্ত নোট বাতিল ঘোষণা করার আগে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন সদস্য ও আমলারা৷ তখনও তাঁদের মনে ঘুণাক্ষরেও কোনও সন্দেহ জাগেনি৷ কিন্তু বৈঠকে যোগ দিতে আসার ঠিক আগের মুহূর্তে প্রধানমন্ত্রীর দফতর থেকে কড়া নির্দেশ আসে, বৈঠকে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা যাবে না৷ অথচ উপস্থিতি থাকতে হবে মন্ত্রিসভার সব সদস্যকে৷ এই নির্দেশ পেয়ে অনেক মন্ত্রীই ভ্রু কপালে তোলেন৷ যদিও আচমকা কেন এই নির্দেশ, তখনও জানতেন না তাঁরা৷

Advertisement

ওই বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেন ক্যাবিনেট সদস্যদের সঙ্গে৷ ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের সিদ্ধান্তের কথা কিন্তু তখনও জানেন না কোনও মন্ত্রী৷ প্রধানমন্ত্রী যখন তাঁর মন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকের নির্যাস প্রসঙ্গে আলোচনা করছিলেন, তখনই ঘোষণা করে বসেন, আর মাত্র কিছুক্ষণ পরেই দেশে সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন৷ তাই এদিনের বৈঠকে সব মন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য একটি জাতীয় সংবাদমাধ্যমে এইসব কথা ফাঁস করে জানিয়েছেন, গত তিন-চার মাসে মোদি একাধিকবার রাজস্ব দফতরের আধিকারিকদের কালো টাকা রুখতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন৷ তারপরেই এই নতুন সিদ্ধান্ত৷ প্রধানমন্ত্রী ও তাঁর বিশ্বাসভাজন কয়েকজন মন্ত্রী ছাড়া এই মহাগুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা কাকপক্ষীও জানত না বলে জানিয়েছেন ওই বর্ষীয়ান মন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement