সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট যত এগিয়ে আসবে, তত বাড়বে ইডি-সিবিআইয়ের সক্রিয়তা। ইন্ডিয়া জোটের বৈঠকে বিজেপি বিরোধী নেতাদের সতর্ক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর দাবি, ইন্ডিয়া (INDIA) জোট যত সংগঠিত হবে, যত ঐক্যবদ্ধ হবে, তত বাড়বে এজেন্সির সক্রিয়তা। তত বাড়বে গ্রেপ্তারির আশঙ্কা। অতএব, সতর্ক থাকতে হবে।
শুক্রবার ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস (Congress) সভাপতি বলেন, ‘পাটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
খাড়গের আশঙ্কা, আগামী দিনে এজেন্সির ‘অত্যাচার’ আরও বাড়বে। আদানি, মণিপুর, মূল্যবৃদ্ধির মতো ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে আরও সক্রিয় করতে পারে। তিনি বলছেন,”বাংলা, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে যা যা হচ্ছে, সেগুলো ওরা সব জায়গায় শুরু করবে।” কংগ্রেস সভাপতির আশঙ্কা, এবার তল্লাশি, হুমকি, গ্রেপ্তারি সবটাই হবে। মোদি জমানায় বেড়েছে ইডি-সিবিআইয়ের দাপট! বিরোধীদের সেই অভিযোগ দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী (Rahul Gandhi), কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বরাবর সরব বিরোধীরা। বস্তুত তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে এবং কংগ্রেসের একাধিক নেতা এখন জেলে। সেই তালিকা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন খাড়গে।
লোকসভা ভোটের আগে বিজেপি সুকৌশলে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাতে পারে বলেও শুক্রবার ‘সতর্কবার্তা’ শুনিয়েছেন খড়্গে। কংগ্রেস সভাপতির ধারণা, ইন্ডিয়ার শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি যাবতীয় অপচেষ্টা করছে এই জোটকে দুর্বল করার এবং দেশবাসীকে বিপথে চালনা করার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.