Advertisement
Advertisement

Breaking News

Rape

লুকিয়ে স্নানের ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেল করে আত্মীয়াকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কাউন্সিলর

রাজস্থানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bengali news: Barmer ward councillor shoots video of bathing woman, rapes her after blackmailing | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:December 8, 2020 5:28 pm
  • Updated:December 8, 2020 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটালে ডেস্ক: পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এক আত্মীয়াকে ধর্ষণ করল বিজেপি কাউন্সিলর (BJP Councillor) ও তাঁর বন্ধু। রাজস্থানের বারমেরর (Rajasthan’s Barmer) ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছে তারা।

চার বছর আগে বিয়ে করে বালতোরা এলাকায় এসেছেন ওই গৃহবধূ। নির্যাতিতার শ্বশুর বাড়ির তরফে আত্মীয় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কান্তিলাল। সেই সূত্র ধরেই ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে হরদম যাতায়াত ছিল তার। অভিযোগ, বাড়িতে আসার সুযোগে নিয়ে একদিন লুকিয়ে নির্যাতিতার স্নানের ভিডিও রেকর্ড করে অভিযুক্ত। পরে সেটাই হয়ে যায় অভিযুক্তর তুরুপের তাস। ভিডিওটি  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হত নির্যাতিতাকে।

Advertisement

[আরও পড়ুন: বিরোধী কন্ঠরোধের চেষ্টা! ফের ‘গৃহবন্দি’ মেহবুবা মুফতি, ভিডিও পোস্ট করে সরব পিডিপি নেত্রী়]

এফআইআরে নির্যাতিতা জানিয়েছেন, লুকিয়ে তোলা স্নানের ভিডিও ভাইরাল করার ভয় দেখাত কান্তিলাল। এই ব্ল্যাকমেলকে হাতিয়ার করেই গৃহবধূকে ধর্ষণ করে সে। একবার নয়, একাধিকবার ওই বিজেপি কাউন্সিলরের যৌন লালসার শিকার হয়েছেন ওই গৃহবধূ। এমনকী, নির্যাতিতাকে তাঁর বন্ধু যোধরামের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিল কান্তিলাল। অবশেষে পরিবারের সকলকে সমস্ত ঘটনা খুলে বলেন ওই মহিলা। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।

বালতোরা এলাকার এসডিপি সুভাষ খোজা জানান, “এফআইরে নির্যাতিতা জানিয়েছেন, লুকিয়ে তাঁর স্নান করার ভিডিও তুলেছিল অভিযুক্ত কাউন্সিলর। সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে সে। এমনকী, বন্ধু যোধরামের সঙ্গেও যৌনতায় বাধ্য করেছিল।” ঘটনার তদন্তে শুরু হয়েছে। অভিযোগীকারিণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলেই খবর।

[আরও পড়ুন: বিরোধী কন্ঠরোধের চেষ্টা! ফের ‘গৃহবন্দি’ মেহবুবা মুফতি, ভিডিও পোস্ট করে সরব পিডিপি নেত্রী়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement