Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

‘নিষিদ্ধ’ ইঞ্জেকশন প্রয়োগ সরকারি হাসপাতালে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অসুস্থ ৫ প্রসূতি

হাসপাতালের ওষুধের স্টোরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Banned Injection Causes Complications in 5 Pregnant Women At Madhya Pradesh Hospital
Published by: Kishore Ghosh
  • Posted:April 16, 2025 7:33 pm
  • Updated:April 16, 2025 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে স্বাস্থ্য ক্ষেত্রে চাঞ্চল্যকর অভিযোগ। ‘কালো তালিকাভুক্ত’ ইঞ্জেকশন প্রসূতিদের শরীরে প্রয়োগ করার অভিযোগ উঠল। তাও আবার খোদ সরকারি হাসপাতালে। একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ দাবি করেছে, রেওয়া জেলায় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে ওই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এরপরেই পাঁচ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

জানা গিয়েছে, গুজরাটের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ওই ইঞ্জেকশন তৈরি করত। প্রথমবার যা নিয়ে প্রশ্ন ওঠে গত বছরের অক্টোবরে। বিদিশা মেডিক্যাল কলেজ থেকে কিছু অভিযোগ পাওয়ার পরে গত বছরের ডিসেম্বরে ইঞ্জেকশনটিকে ‘কালো তালিকাভুক্ত’ করে মধ্যপ্রদেশ সরকার। এখন জানা গিয়েছে, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে সেই ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে বেশ কয়েক জন প্রসূতির উপর। ওই ‘অ্যানেস্থেটিক’ (অসাড় করার) ইঞ্জেকশন নেওয়ার পর প্রসূতিদের মধ্যে সাময়িক স্মৃতিভ্রমের লক্ষণ দেখা গিয়েছিল। এখন প্রশ্ন উঠছে কালো তালিকাভুক্ত ওষুধ ব্যবহার করা হল কার অনুমতিতে?

সঞ্জয় গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধের স্টোরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেখানেই ছিল নিষিদ্ধ ইঞ্জেকশন। এদিকে হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement