সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ব্যাংকের (Bank) কাজ সারছেন অনেকে। করোনা পরিস্থিতিতে অনলাইনে কাজকর্ম সারার ঝোঁক আরও বেড়েছে। কিন্তু কিছু কাজ তো আছে যা ব্যাংকে না গিয়ে করাই যায় না। এমন পরিস্থিতিতে কবে কবে ব্যাংক বন্ধ থাকছে, সেই তালিকা জানা খুবই জরুরি। অক্টোবর মাসে সারা দেশে ১৯ দিন বন্ধ থাকবে ব্যাংক। সেই ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
মাস পড়লেই উৎসবের মরসুম। অনলাইনে টাকা লেনদেন হলেও বহু মানুষ এখনও ব্যাংকে ছোটেন টাকা তুলতে বা জমা করতে। আনুষাঙ্গিক অন্যান্য কাজেও ব্যাংকে যান অনেকেই। ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই এই তালিকায় চোখ বুলিয়ে নেবেন।
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাংক। রবিবারও ব্যাংক বন্ধ থাকে। সেই তারিখগুলি হল
তবে বাংলায় রবিবার ছাড়া মোট ন’দিন ছুটি থাকছে ব্যাংক। এর মধ্যে রয়েছে গান্ধী জয়ন্তী, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো-সহ একাধিক অনুষ্ঠান। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রাজ্য অনুযায়ী ও আঞ্চলিক উৎসব অনুযায়ী আলাদা আলাদা হয় ব্যাংকের ছুটি। বাংলায় ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা বন্ধ থাকবে ব্যাংক।
ব্যাংকগুলি বলছে, আরবিআইয়ের নিয়ম অনুসারে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে কোনও ব্যাংকের ছুটির দিন। তিনটি নিয়ম হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ ও ‘ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.