Advertisement
Advertisement

Breaking News

সপ্তাহে দু’দিন ছুটি, বদলে প্রতিদিন কাজের সময় বাড়ছে ব্যাংক কর্মীদের

শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে সরকার।

Banks will be closed for 2 days, staff have work extra minutes everyday | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 1, 2023 2:15 pm
  • Updated:March 1, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে সপ্তাহে মাত্র পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক। প্রতি শনিবার করে ছুটি (Bank Holiday) পেতে চলেছেন ব্যাংক কর্মীরা। দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন করে ছুটির দাবি ছিল কর্মীদের তরফে। ব্যাংক আধিকারিক ইউনিয়নের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই ব্যাংক কর্মীদের জন্য দু’দিনের ছুটির ঘোষণা করতে চলেছে সরকার। তবে ব্যাংকগুলির প্রধানদের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সপ্তাহে পাঁচদিন কাজ আর দু’দিন ছুটি-এই দাবিতে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অল ইন্ডিয়া ব্যাংকস অ্যাসোসিয়েশন ও কর্মচারী সংগঠনের মধ্যে। এবার দুই পক্ষের সম্মতিতেই শনিবার ও রবিবার করে কর্মীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সরকারি নয়, বেসরকারি ব্যাংকগুলিতেও যেন এই সিদ্ধান্ত কার্যকর হয়, সেদিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আবাস-একশো দিনে বাংলার প্রাপ্য টাকা এখনই নয়, জানালেন গিরিরাজ, সমর্থন দিলীপের]

তবে দু’দিন ছুটির পরিবর্তে ৪০ মিনিট বেশি কাজ করতে হবে ব্যাংক কর্মীদের। প্রতিদিন সকাল ৯টা ৪৫ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। তবে সরকারি ভাবে এখনও এই সিদ্ধান্তে শিলমোহর পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছেন, ব্যাংক কর্মীদের ছুটি সংক্রান্ত দাবি মেনে নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে সরকারি নির্দেশিকা কবে প্রকাশ করা হবে, তা জানা যায়নি।

বর্তমান নিয়ম অনুযায়ী, মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে। কোন শনিবার ব্যাংকের ছুটি, তা নিয়ে একাধিক গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। প্রতি শনিবার ব্যাংক বন্ধ থাকলে সেই সমস্যাও এড়ানো যাবে। অনলাইন ব্যাংকিং শুরু হওয়ার পরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন কমে গিয়েছে। কিন্তু নির্দিষ্ট কয়েকজন এখনও সমস্ত কাজের জন্য ব্যাংকেই যান।

[আরও পড়ুন: চিকিৎসার সময় স্ত্রীর গায়ে হাত দেওয়ায় ডাক্তারকে সপাটে চড়, যুবকের জামিন খারিজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement