সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (COVID-19) পরিস্থিতিতে ভারচুয়াল জগতের কদর বেড়েছে। অনেকেই অনলাইনে ব্যাংকের কাজ সারছেন। তবে এখনও অনেকে ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাজটি সারতে ভালবাসেন। আবার কিছু কাজ ব্যাংকে গিয়েই করা সম্ভব। এমন পরিস্থিতিতে নভেম্বর মাসে ক’দিন ব্যাংক বন্ধ থাকবে তা জেনে নেওয়া আবশ্যক। জানা গিয়েছে, আগামী মাসে মোট ১৭ দিন ব্যাংক বন্ধ থাকবে।
আরবিআইয়ের নিয়ম অনুসারে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে কোনও ব্যাংকের ছুটির দিন। তিনটি নিয়ম হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ ও ‘ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস’।
রিজার্ভ ব্যাংকের তালিকা অনুযায়ীর প্রত্যেক ব্যাংককে ছুটির তালিকা পাঠানো হয়। চলতি বছরেরর নভেম্বর মাসের যে তালিকা প্রকাশ্যে এসেছে তা এইরকম —
এ তো গেল উৎসবের তালিকা। এছাড়াও রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকছে। সেই তালিকা অনুযায়ী।
অবশ্য উৎসবের যে ছুটিগুলি রয়েছে তা রাজ্যভিত্তিক। অর্থাৎ প্রত্যেক রাজ্যের ছুটির তালিকা আলাদা। যেমন বাংলায় দীপিবলির পাশাপাশি কালীপুজোরও গুরুত্ব রয়েছে। আবার তারপর ভাইফোঁটাতেও ছুটি থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ছট পুজোয় দু’দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.