Advertisement
Advertisement

সর্বনাশ! মাসের শুরুতেই টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক!

গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা৷

Banks to remain closed for four days
Published by: Sayani Sen
  • Posted:August 30, 2018 2:42 pm
  • Updated:August 30, 2018 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই আগামী চারদিন বন্ধ থাকতে পারে ব্যাংক৷ সেপ্টেম্বর মাসের শুরু হয়েছে শনিবার দিয়ে৷ তারপরের দিন রবিবার৷ সোমবার দিন জন্মাষ্টমীর জন্য ব্যাংক কর্মচারীদের ছুটি৷ পরের দু’দিন বিভিন্ন দাবিদাওয়াতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাংক ইউনিয়নগুলি৷ ধর্মঘটের আওতাধীন হতে পারে এটিএম-ও৷ তাই বিপাকে পড়ার আশঙ্কা করছেন গ্রাহকরা৷  

[চেন টানলেই এবার জরিমানা ১০ হাজার, যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ রেলের]

মাসের শুরুতেই ব্যাংকে টাকা জমা দেওয়া, তোলা ও পাসবুক আপডেট করা মিলিয়ে হাজারও কাজ থাকে গ্রাহকদের৷ কিন্তু মাসের শুরুতেই টানা পাঁচদিনের টালবাহানায় বিপাকে পড়তে পারেন আমজনতা৷ মাসের শুরুর শনিবারে সব কাজ মিটিয়ে রাখতে না পারলে, বিপাকে পড়তে পারেন আপনি৷ ২ সেপ্টেম্বর, রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক৷ পরেরদিন সোমবার জন্মাষ্টমী৷ ওইদিন নিয়ম অনুযায়ী দেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক বন্ধ থাকবে৷ তাই সপ্তাহের শুরুতে কোনও কাজই করতে পারবেন না আপনি৷ তারপরের দু’দিনও ব্যাংকের কাজ মেটাতে পারবেন কিনা–সে বিষয়ে এখনও সংশয় রয়েছে৷ বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার ও বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে দ্য ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে অবস্থান কর্মসূচিরও সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন৷ নিজেদের কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন সংগঠনের সদস্যরা৷ ৪ ও ৫ সেপ্টেম্বর দ্য ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ–র ডাকা এই ধর্মঘটের আওতায় থাকতে পারে এটিএমগুলিও৷ তার জেরে টাকা তুলতেও সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা৷ ছুটি ও ধর্মঘট মিলিয়ে টানা চারদিন ধরে ব্যাংক কর্মীদের টালবাহানায় ভোগান্তির শিকার হতে পারেন আমজনতা৷  

Advertisement

[জেলে নয়, বাম বুদ্ধিজীবীদের বাড়িতেই নজরবন্দি রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের]

মাসতিনেক আগেও বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শাখা সংগঠনগুলি৷ ৪৮ ঘণ্টার একটানা ধর্মঘটের আওতাধীন ছিল এটিএম কাউন্টারগুলিও৷ তার জেরে ভোগান্তির শিকার হতে হয়েছিল আমজনতাকে৷ এবারও সেই একই সমস্যা পোহাতে হতে পারে বলেই আশঙ্কা গ্রাহকদের৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement