Advertisement
Advertisement
Bank Close

এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ ব্যাংকিং পরিষেবা! ব্যাংক যাওয়ার আগে জেনে নিন খুঁটিনাটি

কোন তারিখে কোন রাজ্যে কোন উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে, রইল তালিকা।

Banks to remain closed for 15 days across states in April | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 27, 2023 4:40 pm
  • Updated:April 2, 2023 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল থেকে শুরু নতুন অর্থবর্ষ। আর অর্থবর্ষের শুরুতেই রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পবিষেবা। তাই প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাংকমুখী হওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।

এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী থেকে গুড ফ্রাইডে-সহ বিভিন্ন পরব রয়েছে। সেই কারণেই বেশ কয়েকটি দিন মিলবে না পরিষেবা। যদিও এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হবে। কোন তারিখে কোন রাজ্যে কোন উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে, এই প্রতিবেদনে রইল সেই তালিকা।

Advertisement

[আরও পড়ুন: লটারি জিতে রাতারাতি কোটিপতি, খবর পেয়েই ‘অজ্ঞান’ বোলপুরের মাছ ব্যবসায়ী]

১ এপ্রিল (শনিবার): ৩১ মার্চের পরের দিন অর্থাৎ পয়লা এপ্রিল অর্থবর্ষের শুরুর দিন ব্যাংক বন্ধ থাকে। এবারও থাকবে।
৪ এপ্রিল (মঙ্গলবার): মহাবীর জয়ন্তী হিসেবে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, রাজস্থান, লখনউ, নয়াদিল্লি, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে।
৫ এপ্রিল (বুধবার): বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধ থাকবে হায়দরাবাদের সমস্ত ব্যাংক।
৭ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডের কারণে ত্রিপুরা, গুজরাট, অসম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ ও শ্রীনগর ছাড়া প্রায় রাজ্যেই বন্ধ থাকবে ব্য়াংক।

১৪ এপ্রিল (শুক্রবার): ডা. আম্বেদকরের জন্মজয়ন্তী/বিহু/বৈশাখী/তামিলনাড়ুর নববর্ষ/মহা বিষুব সংক্রান্তি-সহ একাধিক পরব থাকার কারণে বেশির ভাগ রাজ্যেই মিলবে না ব্যাংকিং পরিষেবা। যদিও এর প্রভাব পড়বে না মিজোরাম, মধ্যপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল প্রদেশে।
১৫ এপ্রিল (শনিবার): বিষু/বিহু/হিমাচল ডে/বাংলা নববর্ষ-সহ বেশ কিছু পরব থাকায় বাংলা, ত্রিপুরা, অসম, কেরল, হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাংক।
১৮ এপ্রিল (মঙ্গলবার): শাব-ই-কদরের জন্য জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক।
২১ এপ্রিল (শুক্রবার): ইদ-উল-ফিতর/গরিয়া পূজা-সহ নানা পরবের জন্য ত্রিপুরা, জম্মু, শ্রীনগর, কেরলে মিলবে না ব্যাংকিং পরিষেবা।
২২ এপ্রিল (শনিবার): ইদের পাশাপাশি এই দিনটি চতুর্থ শনিবারও।

[আরও পড়ুন: ‘রামনবমীতে বাংলায় ছুটি নেই’, মুখ্যমন্ত্রীর ধরনার বিরুদ্ধে ধর্মীয় আবেগ হাতিয়ার শুভেন্দুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement