Advertisement
Advertisement

একের পর এক ব্যাংক দুর্নীতি মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে: রাষ্ট্রপতি

মোদি সরকারের অস্বস্তি বাড়ল!

Banking scandals breaks people's faith says President
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 9:03 pm
  • Updated:July 1, 2018 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি- মোদি জমানায় একের পর এক ব্যাংক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে৷ আর তাতে রীতিমতো অস্বস্তিতেও পড়েছে সরকার৷ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল এক ফ্রেমে, তা নিয়ে মোদিকে বিস্তর আক্রমণ শানিয়েছেন বিরোধীরাও৷ এমনকী বিজয় মালিয়াকে দেশে ফেরাতে না পারার ব্যর্থতাও সরকারকে বিদ্ধ করেছে বারবার৷ এতদিন অবশ্য এসব নিয়ে সরকারকে খোঁচা দিচ্ছিল বিরোধীরা৷ কিন্তু এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যও অস্বস্তি বাড়াল সরকারের, অন্তত বিরোধীদের এমনটাই দাবি৷

[কালো টাকা ইস্যুতে কেন মুখ খুলছেন না মোদি, প্রশ্ন মায়াবতীর]

একটি চাটার্ড অ্যাকাউন্ট সংস্থার রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘গত কয়েকবছর প্রচুর ব্যাংক দুর্নীতি সামনে এসেছে৷যখনই ব্যাংক দুর্নীতি সামনে আসে বা যখন কোনও ব্যক্তি ঋণ নিয়ে তা শোধ করেন না, কিংবা যখন কোনও প্রমোটাররা প্রতারণা করে, তখন মানুষের বিশ্বাস ভেঙে যায়৷ এই প্রতারণা শুধুমাত্র ব্যবসায়িক প্রতারণা নয়, এই প্রতারণা সাধারণ নাগরিকদের সঙ্গেও প্রতারণা, আমাদের সিস্টেমের সঙ্গেও প্রতারণা৷’

Advertisement

[প্রত্যাশাপূরণে ব্যর্থ জিএসটি, বর্ষপূর্তিতে মোদিকে তোপ কংগ্রেসের]

এদিন কর ব্যবস্থার সরলীকরণ নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপতি৷ তিনি চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের উদ্দেশ্যে বলেন, কোনও কর ব্যবস্থা জটিল হয় সেটাকে জটিলভাবে পেশ করা হয় বলেই৷ জিএসটির বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির এই বক্তব্যকেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেজ্ঞরা৷ এদিন সকাল থেকেই জিএসটির সাফল্য-ব্যর্থতা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে৷ অভিযোগ-পালটা অভিযোগের লড়াইয়ে রাষ্ট্রপতির এই বক্তব্যকে এবার ব্যবহার করার চেষ্টা করছে বিরোধীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement