Advertisement
Advertisement

Breaking News

ট্রেড ইউনিয়নের ধর্মঘটে সাড়া, ৮-৯ জানুয়ারি ব্যাংকের ঝাঁপ বন্ধ

মাসের শুরুতে ব্যাংক বন্ধে চিন্তায় আমজনতা।

Bank strike on 8 and 9 January
Published by: Sucheta Sengupta
  • Posted:January 6, 2019 2:49 pm
  • Updated:January 7, 2019 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডি়জিটাল ডেস্ক: ২০১৮-র শেষের দিকে একাধিক কারণে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধের পর বছর শুরুতেই ফের ব্যাংক পরিষেবায় ভোগান্তির আশঙ্কা। আগামী ৮ এবং ৯ তারিখ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে ধর্মঘট। তাতে শামিল হতে চলেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। ধর্মঘট সমর্থনের কথা তারা ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। ফলে দুদিনের জন্য ব্যাহত হতে পারে ব্যাংক পরিষেবা।

কেন্দ্রের নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ, কর্মসংস্থান সহ ১২ দফা দাবিতে ৮ ও ৯ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে একযোগে কেন্দ্রের ১০টি ট্রেড ইউনিয়ন। এর আওতায় থাকছে রেল, সড়ক, বিদ্যুৎ পরিষেবা। এবার ব্যাংকের দুটি সংগঠন সেই ধর্মঘটকে সমর্থনের ঘোষণা করায় চিন্তা বাড়ল আমজনতার। মাসের প্রথমার্ধ্বে, সপ্তাহের শুরুর দিকে ব্যাংক বন্ধ থাকলে, অথবা কোনওভাবে পরিষেবা ব্যাহত হলে বড়সড় সমস্যায় পড়তে পারেন তাঁরা। মাসের এই সময়ে ব্যাংকে একাধিক গুরুত্বপূর্ণ কাজ থাকে অনেকের। সেসব মিটতে বিলম্বের আশঙ্কাও করা হচ্ছে। পেনশনভোগী কিম্বা সরকারি পরিষেবাপ্রাপ্ত মানুষজন, যাঁদের মাসের নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হয়, তাঁদের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ। যদিও এলাহাবাদ ব্যাংকের তরফে বলা হয়েছে, ২ দিন ধর্মঘটের জেরে এটিএম-সহ অন্যান্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখছেন ব্যাংকের আধিকারিকরা। অন্যদিকে, ধর্মঘটে শামিল হওয়া সত্বেও ব্যাংকের কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ২ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরবর্তী সময়ে বাড়তি কাজের চাপ পড়বে।

Advertisement

                                 [জানেন কেন প্রাণের ঝুঁকি নিয়েও সবরীমালায় পা রাখলেন বিন্দু ও কনক?]

সম্প্রতি সংযুক্তিকরণের পথে হেঁটেছে দেশের তিনটি বৃহৎ ব্যাংক – দেনা ব্যাংক, বিজয় ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। প্রস্তাবিত এই নীতির প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর ১ দিনের ধর্মঘট পালন করে দেশের ৯টি ব্যাংক সংগঠন এবং বিভিন্ন ব্যাংকের প্রায় ১০ লক্ষ কর্মচারী। শামিল হয়েছিলেন বেসরকারি ব্যাংকের কর্মীরাও। গত বছর ক্রিসমাসের মরশুমে নানা কারণে অন্তত ৫ দিন ধরে বন্ধ ছিল দেশের ব্যাংক পরিষেবা। যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। ফের আগামী সপ্তাহে দু’দিন ব্যাংক বন্ধ থাকায় একই রকম সমস্যায় পড়ার আশঙ্কায় সকলে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement