Advertisement
Advertisement

ডিসেম্বরে পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক, ভোগান্তির আশঙ্কা

জেনে নিন কবে ও কেন বন্ধ থাকবে ব্যাংক।

Bank strike on 21st and 26th December
Published by: Sulaya Singha
  • Posted:December 4, 2018 5:51 pm
  • Updated:December 4, 2018 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসে পাঁচদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। ফলে বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। 

জানা যাচ্ছে, আগামী ২১ ও ২৬ ডিসেম্বর দু’দিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বেসরকারি ব্যাংকগুলিও। কেন্দ্রের নির্দেশে রুগ্ন ব্যাংকগুলিকে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেক দিনই শুরু হয়েছে। সেই সংযুক্তিকরণের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে খবর। 

Advertisement

[মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম]

২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওবি। এবং ২৬ ডিসেম্বর ধর্মঘট ডেকেছে ইএফবিইউ। ফলে ওই দু’দিন ব্যাংকের কোনওরকম কাজ হবে না। এদিকে ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ২৩ ডিসেম্বর রবিবার। আবার ২৬ ডিসেম্বর ধর্মঘট ও ২৫ বড়দিনের ছুটি। ফলে মাঝে একদিন ২৪ তারিখ খোলা থাকবে ব্যাংক। অর্থাৎ মোট পাঁচদিন কোনও পরিষেবা পাবেন না সাধারণ মানুষ। 

২১, ২২, ২৩, ২৫  ও ২৬ তারিখ ব্যাংকের কোনও কাজ হবে না। ফলে চূড়ান্ত নাজেহাল হওয়ার জোগাড় গ্রাহকদের। তবে জানা যাচ্ছে, ব্যাংক বন্ধ থাকলেও ওই ধর্মঘটের দু’দিন এটিএম খোলা থাকবে। তবে ২১ তারিখ থেকে টানা তিনদিন ছুটি থাকায় বেশ সমস্যায় পড়তে হবে আমজনতাকে। কারণ তিনদিন ব্যাংক বন্ধ থাকলে এটিএমগুলিতেও অর্থের যোগান বন্ধ হবে। একই হাল হবে ২৫  ও ২৬ ডিসেম্বরও। তাই উৎসবের দিনগুলিতে অনেক এটিএম-এই যে টাকার আকাল পড়বে তা আন্দাজ করা যেতেই পারে। তাই সমস্যা এড়াতে ব্যাংকের কাজ আগেভাগেই সেরে রাখুন।

[সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement