সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন থেকে চার মাস প্রাণপাত করে কাজ। আগে অফিসে আসা। দেরিতে বেরনো। দায়িত্ব সামলাতে গিয়ে নাওয়া-খাওয়া ভোলার অবস্থা হয়েছিল। নোটবাতিল পর্বে এত খাটনির পর একটা টাকাও ওভারটাইমের জন্য পাননি দেশের অধিকাংশ ব্যাঙ্ককর্মী। বাড়তি অর্থের জন্য একাধিকবার দ্বারস্থ হয়েও কেন্দ্রের টনক নড়াতে পারেনি ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। বকেয়ার দাবিতে এবার তারা দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে।
[‘আমার লাভের জন্য দেশকে কখনও বিপদের মুখে ফেলব না’]
৮ নভেম্বরের রাতে আচমকা নোট বাতিলের ঘোষণা। রাতারাতি বাতিল হয়ে যায় দেশের ৮৬ শতাংশ নোট। এই বিপুল পরিমাণ নোট বদল করতে গিয়ে ব্যাঙ্কে কার্যত হামলে পড়েছিল গোটা দেশ। বিশাল দায়িত্ব সামলাতে ব্যাঙ্ককর্মীদের প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত কর্মস্থলে থাকতে হয়েছে। মাস তিনেক ধরে দৈনিক প্রায় ৪-৬ ঘণ্টা তাঁরা ওভারটাইম করতেন। ব্যস্ততার সময়ে দেশের প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ককর্মীর এটাই ছিল রোজনামচা। ব্যাঙ্ক সূত্রে খবর, ওভারটাইমের জন্য ঘণ্টা পিছু গড়ে ১০০-৩০০ টাকা পান কর্মীরা। তিন-চার মাস বাড়তি কাজের জন্য প্রায় ৪ লক্ষ কর্মী কোনও অর্থ পাননি। তাদের বকেয়ার পরিমাণও নেহাত কম নয়। এই নিয়ে আন্দোলনে নামতে চলেছে বামপন্থী প্রভাবিত ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ। সংগঠনের শীর্ষ কর্তা সি ভেঙ্কটচালমের অভিযোগ, ওভারটাইম নিয়ে কেন্দ্র সরকারকে একাধিকবার বলেও কাজের কাজ হয়নি। বকেয়া দেওয়া না হলে যাওয়া হবে ধর্মঘটে। দরকার হলে আইনি পথে হাঁটতে হবে। এই নিয়ে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অর্থমন্ত্রী অরুণ জেটিলর সঙ্গে ফের আলোচনায় বসবে। সংগঠনগুলির বক্তব্য মাসের পর মাস নিজেদের নিংড়ে দেওয়ার পর কেন্দ্রের থেকে এমন ব্যবহার পেয়ে অধিকাংশ কর্মী বীতশ্রদ্ধ। কর্মক্ষেত্রে যার প্রভাব পড়ছে।
[বৃদ্ধির হার কমবে, বাড়বে মুদ্রাস্ফীতি: রিজার্ভ ব্যাঙ্ক]
ব্যাঙ্ককর্মীরা চরম পথে এগোচ্ছেন এই খবর অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে রয়েছে। তবে প্রায় ৪ লক্ষ কর্মীর ওভারটাইমের অর্থ কবে মেটানো হবে তা অবশ্য তারা জানাতে পারেনি। এই পরিস্থিতিতে জেটলির সঙ্গে বৈঠকে সমাধানসূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে জট না কাটলে কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তাতে হাঁটবেন ব্যাঙ্ক কর্মীদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.