সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর ঘটনা। এবার ল্যাপটপে কাজ করতে করতে মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ব্যাঙ্ক ম্যানেজারের। হঠাৎ নিজের চেয়ারে নেতিয়ে পড়েন তিনি। পাশেই ছিলেন সহকর্মীরা। তাঁরা হঠাৎ খেয়াল করেন, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ম্যানেজার। বুক ডলে, মুখেচোখে জল ছিটিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা হলেও বাঁচানো যায়নি। ভাইরাল হওয়া ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ধরা পড়েছে। যে দেখে আঁতকে উঠছে নেটদুনিয়া।
উত্তরপ্রদেশের মাহবার এইচডিএফসি ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার ৩০ বছরের রাজেশ কুমার শিন্ডে। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজটি গত ১৯ জুনের। সেখানে দেখা গিয়েছে, পাশাপাশি চেয়ারে বসে কাজ করছেন ব্যাঙ্কের চার জন কর্মী। তাঁদের মধ্যে রাজেশও রয়েছেন। হঠাৎ বুকে হাত ঘষতে দেখা যায় তাঁকে। কয়েক সেকেন্ডের মধ্যে চেয়ারে এলিয়ে পড়েন। তখনই রাজেশের ডান দিকে বসা সহকর্মীর নজরে আসে বিষয়টি। তিনি বুক ডলতে শুরু করেন সঙ্গীর। আরেক কর্মী অনভ্যস্ত হাতে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। অন্যরা চোখেমুখে জলের ছিটে দেন। যদিও এক সময় চেয়ারে একেবারে নেতিয়ে পড়েন রাজেশ। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই ব্যাঙ্ককর্মীর।
यूपी के महोबा जिले में एक बैंक कर्मचारी काम करते-करते अचानक वह बेहोश हो गया है, चंद मिनट में दम तोड़ दिया @NavbharatTimes pic.twitter.com/VW7HoSHmzO
— NBT Uttar Pradesh (@UPNBT) June 26, 2024
প্রসঙ্গত, কোভিড পরবর্তী সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর ঘটনা বাড়ছে। বিয়ে বাড়িতে, মঞ্চে নাচতে নাচতে, জিম করতে করতে, খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, কোভিড তো আছেই, এছাড়াও ব্যস্ত জীবনে খাওয়া এবং ঘুম সংক্রান্ত অনিয়ম বিপদ ডেকে আনছে। মানসিক চাপও অন্যতম কারণ। এর সঙ্গে পর্যাপ্ত না ঘুমোনো এবং ক্রমাগত বাইরের ঝাল-মসলাদার খাদ্যগ্রহণের বদভ্যাস প্রাণ কাড়ছে কম বয়সিদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.