Advertisement
Advertisement
Pragya Thakur

মালেগাঁও বিস্ফোরণ মামলা, সাধ্বীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এনআইএ-এর

গত মার্চ মাসেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সাধ্বীর বিরুদ্ধে।

Bailable warrant against BJP's Pragya Thakur in 2008 Malegaon blasts case

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 6, 2024 12:25 pm
  • Updated:November 6, 2024 12:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় তাঁর বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করল এনআইএ। এই নিয়ে দ্বিতীয়বার সাধ্বীর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। শুনানির সময় আদালতে উপস্থিত না হওয়ার জেরে জামিন যোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গিয়েছে।

গত ৪ জুন মালেগাঁও বিস্ফোরণ মামলার শুনানি ছিল দায়রা আদালতে। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হননি সাধ্বী। যার জেরেই ১০ হাজার টাকার জামিনযোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ১৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেখানে উপস্থিত হয়ে এই জরিমানা দিতে হবে সাধ্বীকে তাহলেই বাতিল হবে এই গ্রেপ্তারি পরোয়ানা।

Advertisement

জানা গিয়েছে, সাধ্বীকে যাতে আদালতে উপস্থিত হতে না হয় তার জন্য সাধ্বীর আইনজীবী আদালকে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। এই অবস্থায় তাঁর পক্ষে উপস্থিত হওয়া সম্ভব নয়। নিজের বক্তব্যের প্রেক্ষিতে সমস্ত নথিপত্র ও চিকিৎসকের চিঠিও আদালতের কাছে পেশ করেন আইনজীবী। যদিও তা গ্রাহ্য হয়নি আদালতে। বিচারক স্পষ্টভাবে জানিয়ে দেন, এই মামলায় ওনার উপস্থিতি একান্ত প্রয়োজন, ফলে সশরীরে উপস্থিত থাকতে হবে ওনাকে। কোনওভাবেই যাতে সাধ্বী হাজিরা এড়াতে না পারেন তার জন্য জামিনযোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত মার্চ মাসেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সাধ্বীর বিরুদ্ধে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালের মালেগাঁওয়ে একটি মোটর বাইকে রাখা বোমা বিস্ফোরণ হওয়ার ফলে ৬ জনের মৃত্যু হয়। জখম হয়েছিলেন আরও ১০০ জন। এই মামলায় অভিযুক্ত ছিলেন সাধ্বী প্রজ্ঞা। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে মহারাষ্ট্রের এটিএস। তবে এই মামলার ১২ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত এই মামলার রায় ঘোষণা হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement