সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের সিবিআই স্ক্যানারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, লালুকে ফের জেলে পাঠাতে হবে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানি।
পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৭ সালের ডিসেম্বর মাসে তাঁকে জেলে যেতে হয়। তারপর দীর্ঘদিন জেলে কাটাতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে এই সময়ের বেশিরভাগটাই তাঁর ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কেটেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শারীরিক অসুস্থতার কারণেই লালুকে সম্প্রতি জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। ঝাড়খণ্ড হাই কোর্টের সেই রায়ের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।
উল্লেখ্য, লালুপ্রসাদ যাদব বেশ কিছুদিন ধরেই অসুস্থ। কিছুদিন আগেই তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। মেয়ে রোহিণী আচার্য বাবাকে কিডনি দান করেছেন। সেই অস্ত্রোপচার সফল হওয়ার পর বাড়িতেই রয়েছেন তিনি। তিনি যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, সেই ইঙ্গিতও মিলেছে। এমনকী ইদানিং রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দিচ্ছেন তিনি। কিছুদিন আগে ইন্ডিয়া জোটের বৈঠকেও হাজির ছিলেন তিনি। লালুর এই শারীরিক অবস্থার ‘উন্নতি’কে হাতিয়ার করেই তাঁর জামিনের বিরোধিতা করতে চলেছে সিবিআই।
যদিও সিবিআইয়ের এই পদক্ষেপের পর আরও একবার রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব উঠে আসছে। বিরোধীদের তরফে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে লালু ফের সক্রিয় হয়ে উঠছে দেখে কেন্দ্রের অঙ্গুলিহেলনে এই পদক্ষেপ করছে সিবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.