Advertisement
Advertisement
Bhaichung Bhutia

এসডিএফে মিশল ‘হামরো সিকিম’, পবন চামলিংয়ের দলে যোগ দিলেন বাইচুং

লোকসভা নির্বাচনের আগে সিকিম রাজনীতিতে নয়া মোড়।

Baichung Bhutia: Former Footballer joins Sikkim Democratic Front of Pawan Kumar Chamling | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 23, 2023 9:02 pm
  • Updated:November 24, 2023 8:38 am  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সিকিমের (Sikkim) রাজনীতিতে নয়া মোড়। লোকসভা নির্বাচনের আগে নিজের দল ‘হামরো সিকিম’ তুলে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে (SDF) যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। বৃহস্পতিবার দলে যোগ দিয়েই সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলেকে একহাত নিলেন বাইচুং ভুটিয়া। তিনি বলেন, “সিকিম ক্রান্তিকারী মোর্চাকে(এসকেএম) ক্ষমতায় এনে ভুল করেছে সিকিমের মানুষ। তিনি সিকিমের উন্নয়নে কোনও কাজ করছেন না।”

বৃহস্পতিবার রাবাংলার বারফুঙ এলাকায় নিজের বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (Pawan Kumar Chamling) হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন বাইচুং। আর এদিনই তার তৈরি দল ‘হামরো সিকিম’ও মিলে গেল এসডিএফ দলে। আর তিনি যোগ দেওয়ার পরই এসডিএফ দল নতুন করে তৈরি হয়ে হল এসডিএফ ২.০। বাইচুং ভুটিয়ার সিকিমে এসডিএফ দলে যোগ দেওয়ার ফলে রাজনৈতিকমহলে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফুলেছে পা, হাঁটার শক্তি নেই! জেলেই ফিজিওথেরাপির আর্জি পার্থর]

এদিন বাইচুং ভুটিয়া বলেন, “আমার খুব ভালো লাগছে এসডিএফ দলে যোগ দিয়ে। মানুষ দেখেছে এসকেএম কী কাজ করেছে। সেটা একটা বিপর্যয়। আমি ২০১৯ সালে চেষ্টা করেছিলাম, একটা পরিবর্তন আনার। সেটাও একটা আমাদের জন্য বড় বিপর্যয় ছিল। এসকেএমের সরকার মানুষের অধিকার ন্যায় ধ্বংস করেছে। তাই এখন সিকিমবাসী বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে। সেজন্য আমার মনে হয় এসডিএফ ২.০ খুব খুব প্রয়োজন ছিল ফেরত আসার জন্য। আমাকে কীভাবে ব্যবহার করবে তা এসডিএফ নেতৃত্ব ঠিক করবে। আমি সিকিমের উন্নয়নে কাজ করব। সামনে ২০২৪ সালের একটা কঠিন সময় রয়েছে। তারপর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। সেজন্য আমার মনে হয়, এসডিএফ একমাত্র দল যারা ন্যায় দেওয়াতে পারবে।”

[আরও পড়ুন: টাকা নিয়ে সংসদে প্রশ্ন: মহুয়া বিতর্কের পর বদলে গেল সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম!]

নিজের তৈরি রাজনৈতিক দলের ব্যার্থতা নিয়ে বলেন, “আমরা হামরো সিকিম নামে একটা রাজনৈতিক দল স্বচ্ছতার সঙ্গে শুরু করেছিলাম। খুব স্বচ্ছ ও যুব সমাজকে সামনে রেখে তৈরি করেছিলাম। কিন্তু মানুষ আমাদের সমর্থন করেনি। যখন মানুষ সমর্থন করে না, গ্রহণযোগ্যতা থাকে না তখন কী ফল হয় আপনারা দেখেছেন। আমরা এক শতাংশেরও কম ভোট পেয়েছিলাম। সেজন্য আমরা এদিন এসডিএফে যোগ দিলাম।”

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement