Advertisement
Advertisement

Breaking News

ঋণ মকুবের পাশাপাশি ধানের সহায়ক মূল্য বৃদ্ধি, শপথ নিয়েই চমক বাঘেলের

কুইন্টাল প্রতি ৮০০ টাকা বাড়ল ধানের সহায়ক মূল্য।

Baghel's gift to farmers
Published by: Subhajit Mandal
  • Posted:December 18, 2018 9:57 am
  • Updated:December 18, 2018 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপথ নিয়েই কৃষকদের জন্য কল্পতরু কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। সোমবার শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁকে টপকে গেলেন আরেক কংগ্রেসী মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পরই তিনি ঘোষণা করলেন ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৮০০ টাকা বাড়াবে সরকার। সেই সঙ্গে কৃষিঋণ মকুবের সিদ্ধান্তও ঘোষণা করেছেন ছত্তিশগড়ের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

 

[শপথ নিয়েই কৃষকদের ঋণ মকুব করলেন কমল নাথ]

ক্ষমতায় আসার আগেই কৃষকদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, ক্ষমতায় আসার পর দশদিনের মধ্যেই কৃষিঋণ মকুব করা হবে। ছত্তিশগড়ে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথাও ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। সরকার গঠনের সঙ্গে সঙ্গে সে পথেই হাঁটল কংগ্রেস। সোমবার শপথ নেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তাঁর সঙ্গে শপথ নেন দু’জন মন্ত্রীও। শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি ঘোষণা করেন, রাজ্যের কৃষকদের সুবিধার্থে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৮০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন ছত্তিশগড়ে ধানের সহায়ক মূল্য ১৭৫০ টাকা। নতুন মূল্য হচ্ছে ২৫৫০ টাকা। শুধু মূল্য বাড়ানোই নয়, সেই সঙ্গে কমল নাথের মতোই কৃষিঋণও মকুব করেছেন বাঘেল। তিনি জানিয়েছেন, রাজ্যের ১৬ লক্ষ কৃষকের ৬১ হাজার কোটি টাকা স্বল্পমেয়াদি ঋণ মকুব করবে সরকার।

[বিরোধী জোটে ফাটল! কংগ্রেসের শপথগ্রহণ অনুষ্ঠানে নেই মায়া-মমতা-অখিলেশ]

লোকসভার আগে কৃষক অসন্তোষই কংগ্রেসের মূল হাতিয়ার। তাই সদ্য জিতে আসা রাজ্যগুলিতে কৃষকদের মন পেতে মরিয়া রাহুল। ইতিমধ্যেই ঋণ মকুবের কথা ঘোষণা করেছেন কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মতো দশ দিনের মধ্যেই ঋণ মকুব করা হবে কৃষকদের। কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের এই ‘বাম্পার অফার’ সেজন্যই চিন্তায় রাখছে মোদিকে। যদিও, অর্থনীতিবিদরা বলছেন এই দান খয়রাতির রাজনীতিতে আদপে ক্ষতি হচ্ছে অর্থনীতিরই। ছত্তিশগড়ের মতো গরিব রাজ্যের অর্থনীতি এই ধাক্কা সামলাতে হিমশিম খাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement