Advertisement
Advertisement

কর্নাটক ছেড়ে গুজরাটের রিসর্টে কংগ্রেস বিধায়করা, কড়া নজরবন্দি

নিরাপত্তার বাগড়ম্বর নিয়ে প্রশ্ন।

Back From Bengaluru, Gujarat Congress MLAs Head Straight to Another Resort
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2017 4:17 am
  • Updated:August 7, 2017 4:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের রাজ্যসভার তৃতীয় আসন ঘিরে চূড়ান্ত নাটক। ঘোড়া কেনাবেচা রুখতে কংগ্রেস নেতৃত্ব দলীয় বিধায়কদের কর্নাটকে পাঠিয়েছিল। ১০ দিন দক্ষিণী রাজ্যের রিসর্টে কাটানোর পর ৪৩ জন বিধায়ক ফিরলেন মাতৃভূমিতে। রীতিমতো এসকর্ট করে কংগ্রেস বিধায়কদের পাঠানো হয় আনন্দের একটি রিসর্টে। সহযোদ্ধাদের কাছে পেয়ে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল জানিয়ে দেন জয়ের ব্যাপারে তিনি একশো ভাগ নিশ্চিত। প্যাটেলের যাত্রাভঙ্গ করতে বিজেপিও তাল ঠুকছে।

[এই স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেবে মোদি সরকার!]


বেনজির। পুলিশি বন্দোবস্ত। এসকর্ট। কী নেই। রাজ্যসভার নির্বাচনের উত্তেজনা ছাপিয়ে গেল আর পাঁচটা ভোটের পরিবেশকে। গুজরাটে আহমেদ প্যাটেলকে ঘিরে যাবতীয় উত্তাপ। কারণ এই ভোট কংগ্রেসের কাছে মর্যাদার লড়াই। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিবকে জেতাতে কংগ্রেস বিধায়কদের কর্নাটকে পাঠিয়েছিল দল। মঙ্গলবার কাকভোরে ৪৪ জন বিধায়ক গুজরাটে নামেন। সেখান থেকে রীতিমতো পুলিশি নিরাপত্তায় তাদের নিয়ে পাঠানো হয় আনন্দের এক রিসর্টে। মঙ্গলবার ভোট। তার এক দিন আগে বিধায়কদের এনেও নিশ্চিত হতে পারছেন না কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররা। কারণ, এই নির্বাচনে নোটার ব্যবহার তাদের মাথাব্যাথা বাড়িয়েছে। গুজরাট থেকে তিনটি আসনের মধ্যে দুটি জয় নিশ্চিত বিজেপি প্রার্থী অমিত শাহ এবং স্মৃতি ইরানির। তৃতীয় আসনে আহমেদ প্যাটেলের প্রতিদ্বন্দ্বী সদ্য কংগ্রেস ছেড়ে আসা বলবন্ত সিন রাজপুত। জয়ের জন্য প্যাটেলের প্রয়োজন ৪৫টি ভোট। তবে তাঁর হাতে রয়েছে ৪৪টি ভোট। এই অবস্থায় এনসিপির দুই এবং জেডিইউর একমাত্র বিধায়কের দিকে নজর কংগ্রেস ও বিজেপির। কংগ্রেসের সঙ্গে জোটে থাকলেও, এনসিপি অবশ্য এখনও জানায়নি তারা কাকে ভোট দেবে। তবে কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেল জানিয়েছেন জেতা নিয়ে তাঁর কোনও সংশয় নেই। দল ঐক্যবদ্ধ।

[জানেন, চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়তে চলেছে আজকের রাখি বন্ধনে?]

মাসখানেক আগেও কংগ্রেসের এই অবস্থা ছিল না। শঙ্কর সিন বাঘেলা দল ছাড়ার পর থেকে গুজরাটে কংগ্রেসের ভাঙন তীব্র হয়েছে। ৬ বিধায়ক দল ছাড়েন। সাত বিধায়ক যে কোনও সময় বিজেপিতে যোগ দিতে পারেন। বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও আর কয়েক মাস পর গুজরাটে বিধানসভা নির্বাচন হওয়ায় সাবধানী কংগ্রেস নেতৃত্ব। এখনও গুজরাটের একাংশ বন্যার জলে ভাসছে। তারপরও বিধায়কদের বাগড়ম্বর নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বন্যাদুর্গতদের থেকেও কি রাজ্যসভার ভোট বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নর উত্তর পাননি অসহায়রা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement