Advertisement
Advertisement
ফণী

ঘূর্ণিঝড়ের মধ্যেই জন্ম, মেয়ের নাম ফণী রাখলেন দম্পতি

সদ্যোজাতর নাম নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক৷

Baby girl born in Bhubaneswar, Odisha named Fani
Published by: Sulaya Singha
  • Posted:May 3, 2019 6:39 pm
  • Updated:May 4, 2019 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে এখন একটাই আলোচনা৷ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে সাইক্লোন ফণী৷ আরও কতখানি শক্তি বাড়িয়ে তাণ্ডব চালাবে সে৷ চতুর্দিকে যখন একটাই চর্চা, তখন অন্য কোনওকিছুই মাথায় আসছে না৷ তাই তো ঘূর্ণিঝড়ের নামেই সদ্যোজাতর নামকরণ করলেন এক দম্পতি৷

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে ওড়িশায় ইতিমধ্যেই আছড়ে পড়েছে সাইক্লোন ফণী। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে সে রাজ্যে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর৷ এমন আবহাওয়াতেও হাসপাতালে জন্ম নিচ্ছে নতুন প্রাণ৷ শুক্রবার সকাল ১১টা নাগাদ ওড়িশার ভুবনেশ্বরের রেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এক মহিলা৷ ৩২ বছরের মহিলা পেশায় রেলকর্মী৷ মন্তেশ্বরে কোচ মেরামতির ওয়ার্কশপে চাকরি করেন তিনি৷ সন্তান জন্ম দেওয়ার পরই তার নাম দেন ঘূর্ণিঝড় ফণীর নামেই রাখেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সদ্যোজাতর ছবিও৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মা ও কন্যা সন্তান দুজনই সুস্থ রয়েছে৷ তবে শিশুটির নাম নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক৷ অনেকে তার সুস্থ জীবন কামনা করেছেন ঠিকই, তবে অনেকের মতে তার নাম ফণী রাখা একেবারেই উচিত হয়নি৷ কারণ ফণীর অর্থ সাপ৷ আর এই ঘূর্ণিঝড় সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে৷ তাই এ নাম অশুভ বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ৷

Advertisement

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ফণী’র পর তাণ্ডব চালাবে ভারতের ‘বায়ু’]

বৃহস্পতিবার রাত থেকে পুরীর আবহাওয়ার অবনতি হতে শুরু করে৷ ভারী বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার বেলা বারোটা নাগাদ ঘূর্ণিঝড় ফণী ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলেই আশঙ্কা করেছিলেন আবহবিদরা৷ কিন্তু পূর্ব নির্ধারিত সময়ের ঘণ্টাতিনেক আগেই স্থলভাগে ঢুকে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়৷ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আছড়ে পড়ে ফণী৷ প্রায় ২০০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ সঙ্গে প্রবল বৃষ্টি৷ জোড়া ফলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ওড়িশার অন্তত ১১টি জেলা৷ বিকেল হতেই বাংলাতেও পড়ে তার প্রভাব৷ যার জেরে ব্যাহত রেল পরিষেবা৷

[আরও পড়ুন: ওড়িশা উপকূলে প্রবেশ করল ফণী, প্রবল জলোচ্ছ্বাস পুরীর সমুদ্রে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement