Advertisement
Advertisement

Breaking News

Covid-19

সর্বকনিষ্ঠ! রাজস্থানে করোনার বলি ২০ দিনের শিশু

মৃতের পরিবারের কোনও সদস্যের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ পাওয়া যায়নি।

Baby dies of Covid-19 in Jaipur, Rajasthan’s infections tally now at 2,720

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:May 2, 2020 7:45 pm
  • Updated:May 2, 2020 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে প্রতিদিনই বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এর মাঝেই শনিবার রাজস্থানের জয়পুরে করোনার বলি হল ২০ দিনের এক শিশুকন্যা। সারা বিশ্বে এর থেকে ছোট শিশুর করোনার ফলে মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত শোনা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে জয়পুরের গাঙ্গুরি হাসপাতালে জন্ম হয়েছিল ওই শিশুটির। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও গত কয়েকদিন আগে থেকে আচমকা বমি ও পায়খানা করতে শুরু করে সে। স্থানীয় এক শিশু চিকিৎসককে দেখানো হলে শিশুটির ডায়ারিয়া হয়েছে বলে জানান তিনি। এরপর শুক্রবার জয়পুরের জেকে লোন হাসপাতালে ভরতি করা হয় শিশুটিকে। আর শনিবারই মৃত্যু হল তার।

Advertisement

[আরও পড়ুন: সাইকেল চেপে বাড়ি ফিরতে গিয়ে মাঝ পথে মৃত পরিযায়ী শ্রমিক ]

এপ্রসঙ্গে রাজস্থানের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) রোহিত কুমার সিং জানান, শুক্রবার ২০ দিনের ওই শিশুটিকে খুবই খারাপ অবস্থায় জয়পুরের জেকে লোন হাসপাতালে ভরতি করেছিলেন পরিবারের লোকেরা। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করলেও তার প্রাণ বাঁচাতে পারেননি। সবথেকে অবাক কথা হচ্ছে যে শিশুটির পরিবারের কোনও সদস্যের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ পাওয়া যায়নি। এমনকী তাঁদের মধ্যে কেউ বাইরে কোথাও বেড়াতেও যাননি। তারপরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে ওই পরিবারের ১০ জন সদস্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[আরও পড়ুন: দুস্থদের জন্য তৈরি কমিউনিটি কিচেনে থুতু ফেলার জের, জরিমানা বিজেপি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement