সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে আগুনে পুড়ে মৃত্যু হল সাড়ে তিন মাসের একটি শিশুর। গুরুতর জখম হয়েছে আরও চারজন। রবিবার রাত ২ টা ৫৫ মিনিট নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এলবি নগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু, ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। জখম হয়েছে আরও চারটি শিশু। তাদের অন্য হাসপাতালে ভরতি করা হয়েছে।
এলবি নগর পুলিশ স্টেশনের পুলিশ ইনস্পেক্টর ভি অশোক রেড্ডি জানান, রবিবার রাত ২ টো ৫৫ মিনিটে আচমকা আগুন লেগে যায় ওই শিশু হাসপাতালের এনআইসিইউ বিভাগে। এর জেরে সাড়ে তিনমাসের একটি বাচ্চা ছেলে ঝলসে যায়। গুরুতর জখম হয় আরও চারটি শিশু। পরে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই হাসপাতালে সেই মুহূর্তে ৪২ জন মতো শিশু ভরতি ছিল। তার মধ্যে পাঁচজন ছিল এনআইসিইউতে। আগুনে ঝলসে একজন মারা যায় আর চারজন জখম হয়। তাদের অন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্টসার্কিটের ফলেই মারাত্মক এই দুর্ঘটনা ঘটে যায়।
সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই শিশু হাসপাতাল চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গা-ছাড়া মনোভাবের জন্যই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে বিক্ষোভ দেখাতে থাকে মৃত শিশুর পরিবার। তাদের সঙ্গে এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন জখম হওয়া শিশুদের আত্মীয়-পরিজনরাও। বেশ কিছুক্ষণ ধরে হাসপাতালের গেটে অবস্থান করে বিক্ষোভও দেখান তাঁরা। পরে এলবি নগর থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার জেরে মৃত্যুর একটি অভিযোগও দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে সোমবার সকালেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ইন্দোরের একটি হোটেলে আগুন লাগার ভিডিও। তবে গোল্ডেন গেট নামে ওই হোটেলে আগুন লাগার ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা হোটেলের ভিতরে থাকা আবাসিকদের সুস্থ অবস্থায় বের করে আনতে সক্ষম হয়।
Hyderabad: One child dead, four others injured after a fire broke out due to a short circuit at a children’s hospital in LB Nagar. pic.twitter.com/4hrl2l9DUS
— ANI (@ANI) October 21, 2019
Huge fire at Hotel Golden Gate Indore. Thank God everyone trapped in it survived. In spite of regular Fire incidences we just dont take #FireSafety seriously. pic.twitter.com/M87mGXJwfg
— Sanjiv Shrivastava (@Sanjivstar) October 21, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.