Advertisement
Advertisement

Breaking News

Jio-কে কড়া চ্যালেঞ্জ জানিয়ে এবার টেলিকম ব্যবসায় রামদেবের পতঞ্জলী

পতঞ্জলীর কানেকশনে একগুচ্ছ অফার পাবেন গ্রাহকরা৷

Baba Ramdev launches 'Swadeshi Samriddhi' SIM card
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 8:58 pm
  • Updated:May 28, 2018 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ুর্বেদিক পণ্য ও ভোগ্যপণ্য ব্যবসার বাজার জমানোর পর এবার দেশের টেলিকম সেক্টরেও প্রবেশ করল যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলী৷ টেলিকম সংস্থা বিএসএনএল-কে সঙ্গে নিয়ে বাজারে নয়া সিম কার্ড চালু আনল তাঁরা৷ যার নাম দেওয়া হয়েছে ‘স্বদেশী সমৃদ্ধি’ সিম কার্ড৷ এই নয়া কানেকশনে একগুচ্ছ অফার পাবেন গ্রাহকরা৷ মিলবে প্রত্যেকদিন দু’জিবি করে মোবাইল ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও বিনামূল্যে ১০০ টি করে এসএমএস করার সুবিধা৷ থাকছে আরও লোভনীয় অফার৷

[চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI]

রবিবার তাদের এই ‘স্বদেশী সমৃদ্ধি’ সিম কার্ড প্রকাশ্যে নিয়ে আসে পতঞ্জলী ও বিএসএনএল৷ তবে এখানে রয়েছে একটা চমক৷ জানা গিয়েছে, এখন কেবলমাত্র পতঞ্জলী সংস্থার অন্তর্গত কর্মীরাই ব্যবহার করতে পারবেন এই সিম কার্ড৷ সর্বসাধারণের ব্যবহারের জন্য এটি নয়৷ কবে সাধারণ মানুষের জন্য এই সিম কার্ড বাজারে আনা হবে এখনই সেবিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি যোগগুরু রামদেবের সংস্থাটি৷ তবে সূত্রের খবর, একবার টেলিকম মার্কেটে যখন প্রবেশ করেছে পতঞ্জলী তখন আগামী কয়েকমাসের মধ্যেই সকলের ব্যবহারের জন্য এই সিম কার্ড প্রকাশ্যে আনবে তারা৷ তার আগে নিজেদের কর্মীদের মধ্যে এই কার্ড পরীক্ষা করে সংস্থাটি জেনে নিতে চায় এর প্রভাব, চাহিদা ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া৷ জানা গিয়েছে, এই সিম কার্ড যারা ব্যবহার করবেন যে কোনও পতঞ্জলী প্রডাক্টের উপরে দশ শতাংশ ছাড়ও পাবেন তাঁরা৷

Advertisement

[মানস সরোবরে স্নান করতে বাধা চিনা প্রশাসনের, সুষমার কাছে অভিযোগ পূণ্যার্থীদের]

জিও-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য এই সিম কার্ডের রিচার্জ ভ্যালুও করা হয়েছে অনেক কম৷ মাত্র ১৪৪ টাকায় মাসে একবার রিচার্জ করলেই প্রত্যহ দু’জিবি মোবাইল ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা৷ পতঞ্জলীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে খুশি বলে জানিয়েছেন বিএসএনএল-এর চিফ জেনারেল ম্যানেজার সুনীল গর্গ৷ কেবল ফোনের সুবিধা দিয়েই ক্ষান্ত থাকছে না স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড৷ গ্রাহকদের জন্য ২.৫ লাখ টাকার মেডিকেল ইনসিওরেন্স, ৫ লাখের লাইফইনসিওরেন্সের সুবিধাও রাখছেন তাঁরা৷ নিজেই জানান যোগগুরু রামদেব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement