Advertisement
Advertisement

Breaking News

বড়পর্দায় এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাহিনি, ছবির বাজেট কত জানেন?

সম্মতি মিলেছে ভাগবতের, শুরু হবে সিনেমার কাজ।

Baahubali writer to pen story of mega film on RSS
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 4, 2018 8:09 pm
  • Updated:May 4, 2018 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের মোদি সরকারের স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সিনেমা তৈরি করেছিলেন অক্ষয় কুমার৷ প্রশংসা পেয়েছিলেন সিনেমাপ্রেমীদের৷ একইভাবে সিনেমা তৈরি হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-কে নিয়ে৷ সিনেমাটির জন্য চিত্রনাট্য লিখছেন বাহুবলী-র চিত্রনাট্যকার কেভি বীজেন্দ্র প্রসাদ৷ সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা৷ সিনেমা বানাতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন আরএসএস প্রধান তথা সরসংঘচালক মোহন ভাগবত৷ সিনেমাটি ২০১৯-এর লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে বলেও জানা গিয়েছে৷

মূলত হিন্দিতে মুক্তি পেলেও ইংরাজি, তেলুগু, তামিল, কন্নড় ভাষাতেও ডাব হবে সিনেমাটি৷ ইতিমধ্যেই আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে সাক্ষাৎ করে সিনেমার স্ক্রিপ্ট শোনানোর পর্ব সেরে ফেলেছেন বীজেন্দ্র প্রসাদ৷ সূত্রের খবর, সিনেমার স্ক্রিপ্ট খুবই মনে ধরেছে ভাগবতের৷ সেখানে যেমন ভাবে আরএসএসের জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত তাদের কার্যক্রমকে বর্ণনা করা হয়েছে, যেমন ভাবে তাদের দেশাত্ববোধক কাজকর্মকে তুলে ধরা হয়েছে তা ছুঁয়ে গিয়েছে খোদ সরসংঘচালককে৷ বাহুবলী ছাড়া সুপারহিট বলিউড সিনেমা সলমন খানের বজরঙ্গী ভাইজানেরও স্ক্রিপ্ট লিখেছিলেন বীজেন্দ্র প্রসাদ৷ এই ছবির স্ক্রিপ্ট লিখতে সাহায্য তাকে করছেন এস গুরুমূর্তি৷ এছাড়া গত এক মাস ধরে কাজ করেছেন ২৭ জন স্ক্রিপ্ট রাইটার৷

Advertisement

সিনেমাটির পরিচালক এখনও নির্ধারিত হয়নি৷ তবে জানা গিয়েছে, সিনেমাটি প্রযোজনা করতে চলেছে বিজেপির সমর্থক ও দক্ষিণী সিনেমার নামকরা ব্যক্তিত্ব নায়ড়ু ভাইরা৷ এখনও পর্যন্ত সিনেমাটির দুটি নাম নির্দিষ্ট করে রাখা হয়েছে- ‘আরএসএস ভাগ্যধ্বজ’ ও ‘আরএসএস’৷ আরএসএস সূত্রে খবর, সংঘ পরিবার সম্পর্কে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারনা রয়েছে তা দূর করার জন্যই এই সিনেমা বানানোর প্রয়োজন বলে মনে করছে আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক৷ এই সিনেমায় আরএসএসের জন্মলগ্ন থেকে তাদের কাজকর্ম তুলে ধরা হবে৷ তেমনই দেখানো হবে ভি সাভারকর, এমএস গোলওয়ারকর ও কেশব বালিরামের মতও আরএসএসের প্রধানদের মাহাত্ম্য৷ বেশকিছু নামজাদা বলিউড তারকার পাশাপাশি নাম শোনা গিয়েছে অক্ষয় কুমারের৷

সিনেমা মুক্তির সময় হিসাবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগের সময়কেই কেন বেছে নেওয়া হল? এই বিষয়ে কোনও নির্দিষ্ট উত্তর দিতে পারেনি আরএসএস৷ তবে রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটে বিজেপির দিকে হাওয়া টানতে ও মেরুকরণ আরও স্পষ্ট করতে জেনে বুঝেই সিনেমাকে টোপ হিসাবে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement