সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের প্রতিষ্ঠা দিবসে নয়া পদক্ষেপ নিলেন কর্নাটক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। লকডাউনে করোনা যোদ্ধাদের সম্মানার্থে এক বেলা উপবাস থাকার সিদ্ধান্ত নিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাইডলাইন মেনে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন কর্নাটক মুখ্যমন্ত্রী।
প্রতিষ্ঠা দিবসে উৎসব না করে কর্মীদের জন্য নয়া গাইডলাইন বেঁধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একগুচ্ছ নির্দেশিকার মধ্যে দিয়ে জে পি নাড্ডা কর্মীদের জানান, আজ প্রতিটি কর্মীকে একবেলা উপবাস করতে হবে সঙ্গে অন্তত ৬ জনের খাবারের দায়িত্ব নিতে হবে। তাই যেমন বলা তেমন কাজ। সত্তরোর্ধ্ব কর্নাটকের মুখ্যমন্ত্রী জরুরি পরিষেবা প্রদানকারীদের সম্মানার্থে একবেলা উপবাস করবেন বলে জানান। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান,”খুব সাধারণভাবে আমরা ভারতীয় জনতা পার্টির চল্লিশ বছরের প্রতিষ্ঠা দিবস পালন করছি। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রতিটি দলের কর্মীকে একবেলা উপবাস করে ও করোনা যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে বলেন। তাই সেই নির্দেশিকা মেনে আমি চিকিৎসক, নার্স, পুলিশ, সরকারি কর্মী, আশাকর্মীদের সম্মানার্থে একবেলা উপবাস করব। এই মানুষগুলো দিন-রাত এক করে নিজের প্রাণের ভয় ত্যাগ করে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্য এটা করাই যায়।” তিনি আরও বলেন,”প্রতিষ্ঠা দিবসে দলের নির্দেশিকা মেনে দলের বাকি কর্মীদেরও আমি একবেলা উপবাস করার অনুরোধ করছি।”
I am following the one-time fasting as per the order by our national president JP Nadda, on BJP foundation day today, as a mark of respect to doctors, nurses, media personnel: Karnataka CM BS Yediyurappa pic.twitter.com/mpd2GWZOiC
— ANI (@ANI) April 6, 2020
করোনা মোকাবিলায় কর্নাটকের গরিবদের আজ খাবারের প্যাকেট দেওয়া হবে। এমনকি ঘরে বানানো মাস্কও বিতরণ করা হবে বলে জানান হয়। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে যারা সমাজকে করোনা মুক্ত করার চেষ্টা করছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি কর্মীরা একবেলা এপবাসও করার উদ্যোগ নেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.