Advertisement
Advertisement

আফজলের ফাঁসির বদলাতেই নাগরোটা হামলা, স্বীকার মাসুদ আজহারের

আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই নাকি এই হামলা চালিয়েছে জইশ জঙ্গিরা।

Azhar claims credit for Nagrota attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2016 2:30 pm
  • Updated:December 20, 2016 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পাঠানকোট হামলার চার্জশিট পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। পাঠানকোট জঙ্গি হামলায় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম অভিযুক্ত হিসাবে ঘোষণা করেছে এনআইএ। আর এর ঠিক পরেই নাগরোটা হামলার দায়ও স্বীকার করে নিল জইশ প্রধান।

সম্প্রতি এই জঙ্গি গোষ্ঠী জানিয়েছে, আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই এই হামলা চালিয়েছে জইশ জঙ্গিরা। গত ২৯ নভেম্বর জম্মু ও কাশ্মীরের নাগরোটায় জঙ্গিহানার ফলে মৃত্যু হয় সাতজন সেনা জওয়ানের। আর সেই হামলার পরেই মাসুদ আজহার এই হামলার দায় স্বীকার করে এক বার্তা দিয়েছে।

Advertisement

শুধু তাই নয়, বার্তায় জানানো হয়েছে এই গোটা ঘটনায়  এমন ব্যক্তিদের সাহায্য পেয়েছে জইশ প্রধান, যারা দেশের ভৌগলিক অবস্থা সম্পর্কে বিশেষভাবে জানেন। তাদের সাহায্যেই এই হামলা হয়েছে বলে বার্তায় জানিয়েছে আজহার। খুব স্বাভাবিকভাবেই আজহারের এই বার্তার পর অন্তর্ঘাতের সম্ভাবনা আরও জোরাল হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement