Advertisement
Advertisement
করোনা নিয়ে কড়া আয়ুশ মন্ত্রক

করোনাকে কুপোকাত করার ভুয়ো বিজ্ঞাপন! কেন্দ্রের নজরে দুই সংস্থা

এমন বিজ্ঞাপন জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।

Ayush Ministry strict on false advertisement on COVID-19 care
Published by: Subhamay Mandal
  • Posted:April 4, 2020 8:01 pm
  • Updated:April 4, 2020 8:01 pm  

গৌতম ব্রহ্ম: করোনা ঠেকাবে বিশেষভাবে তৈরি ম্যাট্রেস। করোনা মোকাবিলা করবে বিশেষ হোমিওপ্যাথি চিকিৎসা। এমন ‘অবৈজ্ঞানিক’ দাবি সামনে রেখে নিজেদের পণ্যের প্রচারে নেমেছিল দুই সংস্থা। তৈরি করেছিল বিজ্ঞাপন। দুই সংস্থার বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা গ্রহণ করতে অ্যাডভারটাইসমেন্ট স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়াকে (ASCI) জানাল আয়ুশ মন্ত্রক।

মন্ত্রকের বক্তব্য, এই দুটি দাবির কোনওটাই প্রমাণিত নয়। কোনও এডিডেন্স বেসড স্টাডি নেই। পুরোটাই কাল্পনিক। এমন বিজ্ঞাপন জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। আয়ুশ চিকিৎসকদের বক্তব্য, আয়ুর্বেদ, যোগা, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির মতো বিষয়গুলিকে সামনে রেখে কিছু সংস্থা মুনাফা লোটার চেষ্টা করছে। হাতিয়ার করছে জনমনে তৈরি হওয়া করোনা আতঙ্ককে। এর ফলে আয়ুশের বদনাম হচ্ছে। আয়ুশ ডাক্তারদের দাবি, আয়ুশ মতে যে করোনা মুক্তি হয় সে ব্যাপারে চিন পেপার প্রকাশিত করেছে।

Advertisement

[আরও পড়ুন: ধূমপায়ীরাই করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি, পরিসংখ্যানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]

প্রধানমন্ত্রীর নির্দেশে, আয়ুশমন্ত্রক নিরন্তর চেষ্টা চালিয়ে অভিন্ন প্রোটোকল তৈরি করেছে। যা অনাক্রমণ্যতা বাড়িয়ে করোনা প্রতিরোধে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে টুইটও করেন। এই পরিস্থিতিতে কিছু সুযোগসন্ধানী, মুনাফালোভী সংস্থার এই ধরনের বিজ্ঞাপন আয়ুশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে বলেই আয়ুশ কর্তাদের অনুমান। জানা গিয়েছে, কিছু সংস্থা আয়ুশ চিকিৎসার নাম করে চড়া দামে গোমূত্র বিক্রি করছে। এদের উপরেও নজর রাখা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement