Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা সমান বেতন পেতে পারেন না: সুপ্রিম কোর্ট

বিকল্প চিকিৎসা ব্যবস্থায় উৎসাহ দেওয়া প্রয়োজন, সেটাও মেনে নিল শীর্ষ আদালত।

Ayurvedic, allopathic doctors not entitled to equal pay, says Supreme Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 27, 2023 1:51 pm
  • Updated:April 27, 2023 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যালোপ্যাথিক চিকিৎসকদের সমান বেতন পেতে পারেন না আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিৎসকরা। তাৎপর্যপূর্ণ রায়ে জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। ২০১২ সালে গুজরাট হাই কোর্ট, অ্যালোপ্যাথ (Allopathic Doctors) এবং অন্যান্য বিকল্প ধারার চিকিৎসকদের সমবেতনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেল।

বুধবার বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম এবং পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, অ্যালোপ্যাথ  এবং হোমিওপ্যাথ চিকিৎসকদের সমবেতন হতে পারে না। কারণ এদের কাজের ধরন আলাদা। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এমন অনেক পরিষেবা দেন, যেটা বিকল্প চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়ে না।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অ্যালোপ্যাথ চিকিৎসকদের অনেক জরুরি পরিষেবা দিতে হয়, সেটা বিকল্প দেশীয় (পড়ুন আয়ুশ এবং আয়ুর্বেদিক চিকিৎসক) পদ্ধতিতে চিকিৎসাকারীদের দিতে হয় না। অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ট্রমা কেয়ারে, অপারেশন থিয়েটারে জরুরি পরিষেবা দিয়ে হয়, যা হোমিওপ্যাথরা পারেন না। আবার অটোপসি বা ময়নাতদন্তের ক্ষেত্রেও শুধু অ্যালোপ্যাথ চিকিৎসকরাই কাজ করেন। তাই হোমিওপ্যাথি এবং MBBS চিকিৎসকদের বেতন সমান হতে পারে না।

[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

তবে একই সঙ্গে দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থার উন্নতির পক্ষেও সওয়াল করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, চিকিৎসা পদ্ধতির ইতিহাসে প্রত্যেকটা বিকল্পই গর্বের সাথে বিরাজ করতে পারে। এতে কোনও সংশয় নেই। আমাদের বিকল্প এই চিকিৎসাপদ্ধতিগুলিকে আরও উৎসাহ দিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement