Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

রামমন্দিরে নাশকতার ছক IS-এর! গ্রেনেড-সহ গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি

হামলা চালাতে রামমন্দির ও গুজরাটের সোমনাথ মন্দিরে রেইকিও করে সন্দেহভাজন জঙ্গি।

Ayodhya's Ram Mandir terror plot foiled, suspect arrested
Published by: Amit Kumar Das
  • Posted:March 4, 2025 9:00 am
  • Updated:March 4, 2025 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরে নাশকতার ছক জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’-এর! মন্দিরে হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ফরিদাবাদ থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট ও হরিয়ানা এসটিএফের যৌথবাহিনী। ১৯ বছর বয়সি সন্দেহভাজন ওই জঙ্গির নাম আবদুল রহমান। অভিযুক্তের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

এসটিএফের তরফে জানানো অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা এই রহমান পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তাছাড়া আইএস জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিল সে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছে, অযোধ্যায় রামমন্দিরে ও গুজরাটের সোমনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তার। এসটিএফের পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ ও আইবি। তদন্তে জানা গিয়েছে, দশম শ্রেণি পাশ রহমানের একটি মাংসের দোকান রয়েছে মিল্কিপুরে। পাশাপাশি ই-রিক্সা চালায় সে। ১০ মাস আগে আইএস-এর ইসলামিক স্টেট খুরাসান প্রোভিন্স (আইএসকেপি) জঙ্গি সংগঠনে যোগ দেয়। সেখানে অনলাইনে ট্রেনিংও হয় তার। সেখান থেকে তাকে রামমন্দিরে বিস্ফোরণের দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেশের একাধিক ধর্মীয় স্থানের ছবি ও ভিডিও পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, রামমন্দিরে বিস্ফোরণ ঘটাতে একাধিকবার সেখানে গিয়ে রেইকিও করে অভিযুক্ত। সম্প্রতি দিল্লি যাওয়ার নাম করে ট্রেনে ফরিদাবাদ যায় রহমান। সেখানে শংকর নাম নিয়ে এক হোটেলে ওঠে। এই সফরেই এক হ্যান্ডেলারের থেকে হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করে সে। যা দিয়েই হামলার ছক ছিল এই আইএসআই জঙ্গির। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত বড় হামলার ছক ছিল এই জঙ্গির। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement