সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরে ভয়াবহ হামলার হুমকি। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আইডিতে এসেছে হুঁশিয়ারি ইমেল। হুমকিবার্তার কথা জানার পরেই রামমন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মন্দিরের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। হুঁশিয়ারি ইমেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ইমেল পাঠিয়েছে তামিলনাড়ুর এক ব্যক্তি। রবিবার গভীর রাতে ইংরেজিতে লেখা ওই ইমেলটি শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আইডিতে আইডিতে আসে। যদিও রামমন্দির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে হুমকি ইমেলের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হুঁশিয়ারি ইমেলের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
প্রসঙ্গত, পুলিশ তো আছেই। এছাড়াও অযোধ্যায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ বাহিনী। ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ান রয়েছেন ওই বাহিনীতে। গত বছরের ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পরেই রামমন্দিরের দায়িত্ব নিয়েছে এই বাহিনী। এরপরেও হুঁশিয়ারি ইমেল আসার পরেই মন্দিরের নিরাপত্তা আটসাঁট করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.