Advertisement
Advertisement
Ayodhya mosque

মক্কা থেকে শোধিত হয়ে এল ইট, অবশেষে শুরু হতে চলেছে অযোধ্যার মসজিদ নির্মাণ

ধন্যিপুরে তৈরি হবে মহম্মদ বিন আবদুল্লা মসজিদ।

Ayodhya mosque's first brick taken to mecca for purification brought back to India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 8, 2024 2:49 pm
  • Updated:February 8, 2024 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার মসজিদের জন্য মক্কা (mecca) থেকে এল প্রথম ইট। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর ওই ইট আনা হল মক্কা ও মদিনা থেকে। ইটগুলি তৈরি হয়েছিল মুম্বইয়ের এক ভাটিতে। তার পর সেখান থেকে সেগুলিকে পাঠানো হয় মক্কায়। কালো মাটি দিয়ে তৈরি ইটগুলিতে মসজিদের নাম ও কোরানের আয়াত খোদাই করা হয়েছে। আগামী ১২ মার্চ রমজান শুরু হলে অযোধ্যার ধন্যিপুরে নিয়ে যাওয়া হবে ইটগুলি। তার পর শুরু হবে মসজিদ (Ayodhya mosque) নির্মাণ।

মসজিদ মহম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ইন্দো-ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়িতেই আপাতত ইটগুলি রাখা হয়েছে। জানা গিয়েছে, ইটগুলি জমজম ও মদিনায় আতর দিয়ে ধোয়া হয়েছে। মহম্মদ বিন আবদুল্লা মসজিদে ইসলামের পাঁচ স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার থাকবে। সেগুলি হল কলমা, নমাজ, হজ, জাকাত ও রোজা।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রেরণা জুগিয়েছেন, শক্তিশালী করেছেন গণতন্ত্রকে’, মনমোহনের প্রশংসায় পঞ্চমুখ মোদি]

২০১৯ সালে অযোধ্যা বিতর্কিত জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, হিন্দুদের ২.৭৭ একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও পাঁচ একর জমি দিতে হবে। অযোধ্যা জেলারই ধন্যিপুরে সেই জমি দেওয়া হয়েছিল। গত ২২ জানুয়ারি উদ্বোধন হয় রামমন্দিরের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন যজমানের ভূমিকায়। অথচ মসজিদ কাজ এখনও শুরুই হয়নি। গত মাসে সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মসজিদের প্রস্তাবিত জমিতে গিয়ে দেখেছিলেন সেখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। শোনা গিয়েছিল, নকশা নাকি প্রাথমিক ভাবে চূড়ান্ত হয়নি। তাই পিছিয়ে গিয়েছে কাজ। কিন্তু অবশেষে শুরু হতে চলেছে সেই মসজিদের কাজ।

[আরও পড়ুন: বাজেটের পরেই রেপো রেট ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, কতটা সুবিধা পেলেন আমজনতা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement