Advertisement
Advertisement

Breaking News

Ayodhya Mosque

কোথায় বিকাশ? অযোধ্যায় মসজিদের খাঁ খাঁ জমিতে চলছে ক্রিকেট

'সমস্ত বিকাশ রামমন্দিরেই হয়েছে', বলছেন ওয়াকফ বোর্ডের স্থানীয় প্রতিনিধি।

Ayodhya Mosque construction not started yet, locals not happy। Sangbad Pratidin

প্রস্তাবিত মসজিদের জমিতে আজও শুরু হয়নি কাজ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

Published by: Biswadip Dey
  • Posted:January 18, 2024 3:37 pm
  • Updated:January 18, 2024 7:10 pm  

সুলয়া সিংহ, অযোধ্যা: আগামী সোমবার রামমন্দির উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ইতিমধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু অযোধ্যার মসজিদের (Ayodhya Masjid) কাজ কতদূর? ২০১৯ সালে অযোধ্যা বিতর্কিত জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, হিন্দুদের ২.৭৭ একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও পাঁচ একর জমি দিতে হবে।

অযোধ্যা জেলারই ধন্যিপুরে সেই জমি দেওয়া হয়েছিল। এদিকে একদিকে যখন রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতে চলেছে, মসজিদের প্রস্তাবিত জমি এখনও খাঁ খাঁ করছে। বাচ্চারা ক্রিকেট খেলছে। স্বাভাবিক ভাবেই সেই মাঠের ধারে দাঁড়িয়ে অবাক লাগে। কেন এখনও তৈরি হল না মহম্মদ বিন আবদুল্লা মসজিদ?

Advertisement
মসজিদের প্রস্তাবিতে জমিতে চলছে ক্রিকেট। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

কথা হচ্ছিল নঈম খানের সঙ্গে। ওয়াকফ বোর্ডের স্থানীয় প্রতিনিধি তিনি। তাঁর কথায় ক্ষোভ ও অভিমানের সুর। জানাচ্ছেন, মূলত দুটো কারণে কাজ শুরু হয়নি। এক, ফান্ডিংয়ের অভাব। দুই, নকশা এখনও প্রস্তুত নয়। প্রাথমিক ভাবে যে নকশা তৈরি হয়েছিল তা বাতিল হয়ে গিয়েছে। নতুন নকশা পেলে কাজ শুরু হবে।

কিন্তু এত বিলম্ব কেন? মাঝে কেটে গিয়েছে চার বছরেরও বেশি সময়। নঈম জানাচ্ছেন, ”আগের নকশায় মসজিদের মিনার দৃশ্যমান ছিল না। নতুন নকশায় পাঁচটি মিনার রয়েছে। কিন্তু এখনও সবুজ সংকেত মেলেনি। কবে শুরু হবে কাজ, তাও জানা নেই।” বলতে বলতেই অভিমান ঝরে পড়ে তাঁর কথায়, ”মোদিজি তো বলেন, সব কা সাথ সব কা বিকাশ। কিন্তু তা মোটেই নয়। সমস্ত বিকাশ রামমন্দিরেই হয়েছে। ট্রাস্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির তৈরির। তাহলে সরকার কেন যুক্ত হল? এত জাঁকজমকপূর্ণ উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। অথচ সেখান থেকে ২২ কিলোমিটার দূরে এই পাঁচ একর জমিতে কেন কাজই শুরু হল না কই সেব্যাপারে তো রাজ্য সরকার কিংবা কেন্দ্র কোনও খোঁজ নেয়নি! আমাদের হিসেব অনুযায়ী, এখানে বিকাশ কিছুই হয়নি। যা কিছু হয়েছে সব কাগজে।”

[আরও পড়ুন: মন্দিরের উদ্বোধনের আগে রামের নামে স্ট্যাম্প প্রকাশ, রামভক্তদের শুভেচ্ছা মোদির]

অযোধ্যার মসজিদ নিয়ে নানা সময়ে নানা কথা শোনা গিয়েছে। সম্প্রতি শোনা গিয়েছিল, মসজিদের সৌন্দর্যের কাছে নাকি ম্লান হয়ে যাবে তাজমহল! কিন্তু বাস্তব হল, এখনও শুরুই হয়নি নির্মাণকাজ। স্থানীয় বাসিন্দাদের মতে, হয়তো এলাকার ভোলই বদলে যেত। আপাতত সেই অপেক্ষাতেই অধীর তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement