Advertisement
Advertisement

Breaking News

সুপ্রিম কোর্টে ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি

খারিজ দ্রুত শুনানির আরজি৷

Ayodhya hearing on January 10: SC
Published by: Tanujit Das
  • Posted:January 4, 2019 11:38 am
  • Updated:January 4, 2019 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি৷ এই মামলায় দ্রুত শুনানির আরজিও শুক্রবার খারিজ করে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ পাশাপাশি, এদিনও নির্ধারিত হল না বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি শুরুর দিন৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আগামী ১০ জানুয়ারি নির্ধারিত হবে মূল মামলার শুনানি শুরুর দিনক্ষণ এবং ওইদিনই নির্ধারিত হবে যে, কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে৷

[ট্রাম্পের লাইব্রেরি খোঁচায় মোদির সমর্থনে কংগ্রেস ]

Advertisement

সূত্রের খবর, শুক্রবার শুনানি শুরুর ৬০ সেকেণ্ডের মধ্যে তাঁর এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ শীর্ষ আদালতের এদিনের রায় আরও একবার আরএসএস-সহ হিন্দুত্ববাদীদের বড় ধাক্কা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ পাশাপাশি, শীর্ষ আদালত বিচারাধীন এই মামলার উপর অনেকটাই নির্ভর করছে বিজেপির-র ২০১৯-এ লোকসভা নির্বাচনে লড়াইয়ের গতিপ্রকৃতি৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন অযোধ্যা মামলায় শীর্ষ আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা৷

[দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অজয় মাকেনের]

গত ২৯ অক্টোবর অযোধ্যা মামলায় শীর্ষ আদালত জানিয়েছিল, অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলার বিচার করবে সুপ্রিম কোর্ট। কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই ঠিক করা হবে রাম মন্দির মামলার শুনানির দিনক্ষণ৷ এমনকী, সেবারও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত৷ এরপরই শুক্রবারের শুনানির দিকে চেয়েছিল সব মহলই৷ কিন্তু এদিনও প্রধান বিচারপতি খারিজ করে দিলেন দ্রুত শুনানির আবেদন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement