ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামায়ণের (Ramayana) স্রষ্টার নামেই নামকরণ হবে অযোধ্যা বিমানবন্দরের। শনিবার এই বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি ১৫ কিলোমিটার পথে রোড শো করবেন তিনি। রামমন্দির উদ্বোধনের আগে নতুন করে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। এছাড়াও ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা নগরী। পুরনো মন্দিরগুলো সংস্কারের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন সড়কপথ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় (Ayodhya) বসবে চাঁদের হাট।
জানা গিয়েছে, রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামেই অযোধ্যা বিমানবন্দরের নাম রাখা হবে। অত্যাধুনিক সুযোগসুবিধা-সহ গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরটি। তার নতুন নাম হবে ‘মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যাধাম’। শনিবার নতুন রেল স্টেশনের পাশাপাশ বিমানবন্দরটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগে অযোধ্যা বিমানবন্দরের নাম ছিল ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক এয়ারপোর্ট’। উদ্বোধনের দিন থেকেই এই বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়ে যাবে।
অন্যদিকে, শনিবারই অযোধ্যার উন্নয়নের জন্য বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ১৫৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হবে। তার মধ্যে রয়েছে রেলস্টেশন ও বিমানবন্দরের উন্নয়ন। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর। তাই এই শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধার উন্নয়ন করা দরকার। শহরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেও এই পদক্ষেপ প্রয়োজন। উল্লেখ্য, ইতিমধ্যেই অযোধ্যার পথঘাট মেরামতের দিকে জোর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.