নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য দেশগুলোও জানে, ক্ষমতায় ফিরবে মোদিই। লোকসভা নির্বাচনের আগে দলীয় অধিবেশনে এই কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় জানিয়ে দিলেন, দাপট দেখিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে এনডিএ (NDA)।
রবিবার দিল্লিতে জাতীয় অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই তাঁর মুখে শোনা যায়, “নির্বাচন (Loksabha Election 2024) হতে এখনও বাকি। কিন্তু এখনই অন্য দেশগুলো থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আমাকে বিদেশে ডাকছে। এর অর্থ কী দাঁড়ায়? তার মানে বিশ্বের নানা প্রান্তের সমস্ত দেশের মানুষ জানে, কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। তারা জানে, আয়েগা তো মোদি হি।”
তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এনডিএ জোট যেন ৪০০র বেশি আসন জিততে পারে, সেই নিয়ে বিশেষ নির্দেশও দেন দলীয় কর্মীদের। কিন্তু ক্ষমতা ভোগের জন্য মোটেই সরকার গড়তে চান না মোদি। আসলে দেশের জন্য কাজ করাই মূল উদ্দেশ্য। মোদির কথায়, “যদি নিজের ঘরের কথা ভাবতাম তাহলে দেশের কোটি কোটি মানুষের জন্য ঘর বানাতে পারতাম না।”
লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জন্য ১০০ দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১০০ দিনের মধ্যে নতুন ভোটার থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছতে হবে গেরুয়া শিবিরের কর্মীদের। আগামী পাঁচ বছরের জন্য মানুষ যেন বিজেপিকেই ভরসা করেন, তাঁদের আস্থা অর্জন করতে হবে। মোদির মতে, ভারতের জন্য আগামী ৫টি বছর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.