Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘আয়েগা তো মোদি হি, জানে অন্য দেশগুলোও’, লোকসভার আগে প্রত্যয়ী প্রধানমন্ত্রী

'নিজের ঘরের কথা ভাবলে দেশের মানুষের জন্য ঘর বানাতে পারতাম না', বলছেন মোদি। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জন্য বেঁধে দিয়েছেন ১০০ দিনের লক্ষ্যমাত্রা। আগামী পাঁচ বছরের জন্য মানুষ যেন বিজেপিকেই ভরসা করেন, এই ১০০ দিনের মধ্যে সেটা নিশ্চিত করবেন কর্মীরা।

'Ayega to Modi hi, knows other countries', says PM Modi at BJP conference | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 18, 2024 5:38 pm
  • Updated:February 18, 2024 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য দেশগুলোও জানে, ক্ষমতায় ফিরবে মোদিই। লোকসভা নির্বাচনের আগে দলীয় অধিবেশনে এই কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় জানিয়ে দিলেন, দাপট দেখিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে এনডিএ (NDA)।

রবিবার দিল্লিতে জাতীয় অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই তাঁর মুখে শোনা যায়, “নির্বাচন (Loksabha Election 2024) হতে এখনও বাকি। কিন্তু এখনই অন্য দেশগুলো থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আমাকে বিদেশে ডাকছে। এর অর্থ কী দাঁড়ায়? তার মানে বিশ্বের নানা প্রান্তের সমস্ত দেশের মানুষ জানে, কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। তারা জানে, আয়েগা তো মোদি হি।”

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা কিন্তু রামমন্দির উদ্বোধনে আসেনি, ফলে…’, কংগ্রেসকে হুঁশিয়ারি শাহর]

তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এনডিএ জোট যেন ৪০০র বেশি আসন জিততে পারে, সেই নিয়ে বিশেষ নির্দেশও দেন দলীয় কর্মীদের। কিন্তু ক্ষমতা ভোগের জন্য মোটেই সরকার গড়তে চান না মোদি। আসলে দেশের জন্য কাজ করাই মূল উদ্দেশ্য। মোদির কথায়, “যদি নিজের ঘরের কথা ভাবতাম তাহলে দেশের কোটি কোটি মানুষের জন্য ঘর বানাতে পারতাম না।”

লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জন্য ১০০ দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১০০ দিনের মধ্যে নতুন ভোটার থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছতে হবে গেরুয়া শিবিরের কর্মীদের। আগামী পাঁচ বছরের জন্য মানুষ যেন বিজেপিকেই ভরসা করেন, তাঁদের আস্থা অর্জন করতে হবে। মোদির মতে, ভারতের জন্য আগামী ৫টি বছর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে ভার‍ত।

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে শুরু ‘খেলা’? ‘অখুশি’ ১২ কংগ্রেস বিধায়ক, খাড়গের দ্বারস্থ মুখ্যমন্ত্রী চম্পাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement