সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় হানা দিলেন আয়কর বিভাগের কর্তারা৷ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ আহমেদাবাদে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ সূত্রের খবর, ১৯টি অ্যাকাউন্ট মারফত প্রায় ৮৯ কোটি টাকার লেনদেন এখন আয়কর বিভাগের কর্তাদের নজরে রয়েছে৷
বুধবার আহমেদাবাদের ময়ামনগরে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ জানা গিয়েছে, লেনদেনের খুঁটিনাটি তথ্য যাচাই করার সময় বেশ কিছু গলদ ধরা পড়ে আয়কর অফিসারদের চোখে৷ দেখা যায়, নোট বাতিলের পরেই আচমকা অতি সক্রিয় হয়ে উঠেছে ১৯টি অ্যাকাউন্ট৷ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে আয়কর বিভাগের অফিসাররা চারজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন৷ তাঁদের উপরেও নজর রাখছেন অফিসাররা৷ দেখা গিয়েছে, নোট বাতিলের পর থেকে আজ পর্যন্ত ওই সন্দেহজনক অ্যাকাউন্টগুলি থেকে ৮৯ কোটি টাকা লেনদেন হয়েছে৷ প্যান কার্ড ব্যবহার করে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, অন্য কোনও কেওয়াইসি নথি জমা দেওয়া হয়নি৷ আয়কর বিভাগের অফিসারদের অনুমান, কোনও এক মাথাই চারজনের ভুয়া পরিচয় ব্যবহার করে যাবতীয় লেনদেন করছে৷ সন্দেহজনক ওই ব্যক্তির খোঁজে তল্লাশি জারি রেখেছে আয়কর বিভাগ৷ নজর রাখা হচ্ছে অ্যাকাউন্টগুলির লেনদেনের উপরেও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.