ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড (Aadhaar) ব্যবহার করার ক্ষেত্রে সাবধান। আধারের জেরক্স নয়, কেবল মাত্র ‘মাস্কড’ আধার ব্যবহার করার পরামর্শ দিল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। উল্লেখ্য, মাস্কড আধারে ১২ সংখ্যার আধার নম্বরের কেবল শেষ চারটিই দৃশ্যমান হয়। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এমন পরামর্শ কেন্দ্রের। কিন্তু এরপরই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্র।
গত ২৭ মে ওই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। এরপর থেকেই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে তথ্য চুরির ভয়ে। অবশেষে রবিবার আরও একটি বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়ে দিল ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কেননা এই নির্দেশিকার ভুল ব্যাখ্যা হতে পারে।
ঠিক কী জানানো হয়েছিল ২৭ তারিখের নির্দেশিকায়? কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, কেউ যেন আধারের জেরক্স কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। এটির অপব্যবহার হতে পারে। পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করা যাবে, যেটিতে স্রেফ আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়।
উল্লেখ্য, এর আগে মোদি সরকারই কিন্তু বহু জায়গায় আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু শুক্রবারের নির্দেশিকায় ভিন্ন সুর দেখা যায় মন্ত্রকের। কিন্তু কীভাবে ডাউনলোড করা যাবে মাস্কড আধার? জেনে নিন বিশদে-
পাশাপাশি কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছিল, হোটেল কিংবা সিনেমা হলের মতো সংস্থা যাদের লাইসেন্স নেই, তারা আধার কার্ড জমা রাখতে পারবে না। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করে নেন যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন, তারা UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা।
এছাড়াও জানানো হয়, সাইবার ক্যাফের কম্পিউটার থেকে আধার কার্ড ডাউনলোড না করতে। তবে যদি করতেই হয়, তাহলে যেন ক্যাফে ছাড়ার আগে কম্পিউটারে সেভ থাকা আধার কার্ডের ডাউনলোডেড কপি ডিলিট করে দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.