Advertisement
Advertisement

‘অমরনাথে হামলার বদলা নিতে হবে ১৫ দিনের মধ্যে’

'না হলে আমরাই আইন হাতে তুলে নেব।'

Avenge Amarnath bloodshed within 15 days: Govind Prashar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2017 7:38 am
  • Updated:July 14, 2017 7:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে অমরনাথে হামলাকারীদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। এই ভাষাতেই কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিল বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি। যারা অমরনাথ যাত্রীদের উপর হামলা চালিয়েছে তাদের কড়া শাস্তি না দিতে পারলে বজরং দল, ভিএইচপিই আইন হাতে তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রকে।

সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলি আগ্রায় অস্ত্রশস্ত্র হাতে একটি মিছিলও বার করে। ওই মিছিলে বজরং দলের নেতা গোবিন্দ পরাশর বলেন, “আমি কেন্দ্রের সরকারকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে অমরনাথে হামলার বদলা না নিতে পারলে আমরাই আইন হাতে তুলে নেব। পুণ্যার্থীদের রক্ষা করতে আমাদের চরম পদক্ষেপ করতেই হবে।

Advertisement

অন্যদিকে, লস্করের প্রধান মুখ জামাত-উদ-দাওয়ার সর্বেসর্বা মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা লস্কর প্রধান হাফিজ সইদই অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার নেপথ্যে রয়েছে বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীর পুলিশ নিশ্চিত, লস্কর জঙ্গি আবু ইসমাইলের নেতৃত্বে অমরনাথ যাত্রীদের উপর যে হামলা হয়েছিল তা হাফিজের নির্দেশেই হয়েছে। পাকিস্তানে গৃহবন্দি থাকলেও পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে হাফিজের নেটওয়ার্ক এখনও অটুট আছে। অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার মাস্টারমাইন্ড আবু ইসমাইলসহ চার লস্কর-ই-তৈবা জঙ্গি-র বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জম্মু-কাশ্মীর পুলিশের হাতে এসেছে৷ খুব শীঘ্রই জঙ্গিদের মধ্যে কেউ কেউ ধরা পড়তে পারে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷


বাসটি জুলাই মাসের সাত তারিখে জম্মু থেকে রীতিমতো রেজিস্ট্রেশন করিয়েই রওনা হয়। নিরাপত্তার ঘেরাটোপেই অমরনাথ দর্শন করতে যান ওই বাসের যাত্রীরা। ফেরার সময়ে আট তারিখে বাসটি শ্রীনগরে থেকে যায় এবং দর্শনার্থীরা দুদিন শ্রীনগরে ঘুরে বেড়ানোর পরে দশ তারিখে কোনও নিরাপত্তা ছাড়াই তারা কাটরার উদ্দেশে রওনা হয়৷ সেই পথেই খানওয়ালের কাছে জঙ্গিরা বাসটিতে হামলা চালায়৷ বাসটি সেসময় শ্রীনগর থেকে রওনা হয়েছিল তাতে তাদের সন্ধ্য নামার আগেই খানাওয়াল পার হয়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তার দশ কিলোমিটার আগেই বাসটির টায়ার পাংচার হওয়ার কারণে দেরি হয়৷ সেখানে বাস থেকে নেমে যাত্রীরা স্থানীয় ধাবাতে খাবারও খেয়েছিলেন৷ তারপরে বাতেঙ্গুর কাছে বাসটি আসার পরেই তাতে জঙ্গিরা হামলা চালায় বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর৷ বাস থেকে নেমে তীর্থযাত্রীরা ঘোরফেরা করার সময়েই জঙ্গিদের কাছে খবর পৌঁছায় এবং গুজরাতের তীর্থযাত্রীদের বাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে লোকেরা বাসে রয়েছে তা জানতে পেরেই জঙ্গিরা হামলা চালিয়েছে বলেই মনে করছেন স্বরাষ্ট্র কর্তারা৷ বাসটি যে রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তা দিয়ে অন্য সাধারণ যাত্রীদের বাসও চলাচল করে৷ কিন্তু জঙ্গিরা তীর্থযাত্রীদের বাস জানতে পেরেই হামলা চালিয়েছে বলেই মনে করছে কেন্দ্র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement